adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আমাদের বোলাররা ছেড়ে কথা বলবে না: মাশরাফি

MASHRAFIক্রীড়া প্রতিবেদক : দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের ফাইনালে খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ টি-২০ র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ভারত। শুধু র‌্যাঙ্কিং নয়, অতীত ইতিহাসে, অভিজ্ঞতায় সব দিক থেকে এগিয়ে তারা। তাদের ব্যাটিংলাইন শক্তিশালী -এটাও পুরনো কথা। তবে বাংলাদেশের গর্ব করার মতো আছে এক ঝাঁক তরুণ বোলার। তাই তো মহারণের একদিন আগে হুঙ্কার ছাড়লেন টাইগার অধিনায়ক, আমাদের বোলাররাও ছেড়ে কথা বলবে না।

রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ভারত-বাংলাদেশের শ্রেষ্ঠত্বের লড়াই। তার একদিন আগে শনিবার সংবাদ সম্মেলনে এসেছিলেন মাশরাফি। সেখানে তিনি বলেন, ‘ভারত টি-২০তে এক নম্বর দল। টেস্ট এবং ওয়ানডেতেও তারা ভালো মানের দল। টপ অর্ডারের তাদের ছয়জন ব্যাটসম্যান রয়েছে যারা যেকোনো জায়গা থেকে ম্যাচ বের করে নিতে পারেন। তবে, আমাদের বোলাররা ছেড়ে কথা বলবে না।’

দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি দর্শকদের পাশে থাকার আহবান জানাই। নিজেদের সামনে এত বড় সুযোগকে কাজে লাগানোর জন্য দর্শকদের সঙ্গে আমাদেরও কিছুটা আবেগ রয়েছে। তবে, আবেগ নিয়ন্ত্রণ করে আমাদের খেলতে হবে। আবেগকে নিয়ন্ত্রণ করে আর স্বাভাবিক থেকেই খেলতে চাই।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া