adv
৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মুমিনুলের উন্নতি ১৪ ধাপ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের অন্যতম সেরা টেস্ট ক্রিকেটার মুমিনুল হক দারুণ ফর্মে রয়েছেন জিম্বাবুয়ে সিরিজে। জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারের ১২তম টেস্টে দারুণ শতক হাঁকিয়ে নাম লেখালেন সর্বকালের সেরা টেস্ট ক্রিকেটার স্যার ডন ব্র্যাডম্যানের পাশে। সে সঙ্গে র‌্যাংকিংয়েও ১৪ ধাপ উপরে উঠে গেছেন বাংলাদেশের লিটল মাস্টার।
টেস্টে মুমিনুলের গড় যে এখন ৬৩.৫। টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রানের গড় এটা। শনিবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১২তম টেস্ট খেলতে নেমে পূর্ণ করেছেন ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। সোমবার আইসিসি কর্তৃক প্রকাশিত র‌্যাংকিংয়ে ১৪ ধাপ এগিয়ে এসে মুমিনুল এখন রয়েছেন ১৯তম স্থানে। বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে।
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান রয়েছেন ৩৩ নম্বরে। তামিম এগিয়েছেন ৩ ধাপ। তার অবস্থান এখন ৩৪ নম্বরে। এছাড়া টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম রয়েছে ৩৭তম স্থানে। মাহমুদুল্লাহ রিয়াদের অবস্থান ৫৩। ইমরুল কায়েস ১৯ ধাপ এগিয়ে রয়েছেন ৯২তম স্থানে।
বোলারদের মধ্যে বাংলাদেশ দলের তরুণ লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখন ৫৫ ধাপ এগিয়ে উঠেছেন ৫৮তম স্থানে। এছাড়া শফিউল ইসলামও এগিয়েছেন ১২ ধাপ। তিনি রয়েছেন ৮৮তম স্থানে।
 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া