adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাচারকারীর হাত থেকে রক্ষা পেল দুই তরুণী

যশোর ট্যাক্সিস্ট্যান্ড থেকে উদ্ধারকৃত ঝর্ণা ও তানিয়া (ছবি : সাকিরুল কবীর)ডেস্ক রিপোর্ট : পাচারকারীদের কবল থেকে অল্পের জন্য রক্ষা পেলো ঢাকার দুই তরুণী ঝর্ণা খাতুন ও তানিয়া। সোমবার সন্ধ্যায় যশোর রেল স্টেশনের ট্যাক্সিস্ট্যান্ড থেকে তাদের উদ্ধার করে পুলিশ।   
যশোর কোতয়ালী থানার উপ পুলিশ পরিদর্শক জহুরুল ইসলাম জানান, রানা নামে এক যুবক ঢাকার বাংলা মোটর এলাকা থেকে ঝর্ণা ও তানিয়াকে যশোরে একটি বিয়ে বাড়িতে নাচের কথা বলে ভাড়া করে। বিশ হাজার টাকার চুক্তিতে তারা সোমবার সকালে রানার সঙ্গে যশোর আসে।
এর পর নানা অজুহাতে রানা সারাদিন এই দুই তরুণীকে শহরে ঘুরিয়ে নিয়ে বেড়ায়। সন্ধ্যার দিকে এই দুই তরুণীকে যশোর রেলস্টেশন এলাকায় নিয়ে আসা হয়। সেখান থেকে একটি প্রাইভেট কার ভাড়া করে বেনাপোল নিয়ে যাওয়ার সময় ঝর্ণার এক আত্মীয় বিষয়টি জানতে পারেন। তিনি দ্রুত স্টেশনের ট্যাক্সিস্ট্যান্ডে গিয়ে পাচারকারীদের হাত থেকে রক্ষা করেন দুই তরুণীকে।
এ সময় মুল পাচারকারী পালিয়ে গেলেও তার সহযোগী আসিফুজ্জামান হীরা নামে একজনকে আটক করে পুলিশ। আটক হীরার বাড়ি নড়াইলের কালিয়া উপজেলার সিলিমপুর গ্রামে।
হীরার বিরুদ্ধে যশোর কোতয়ালী মডেল থানায় নারী পাচার আইনে একাটি মামলা হয়েছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া