adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘সেনাবাহিনীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জাতির যেকোনো প্রয়োজনে সেনাবাহিনীর সদস্যদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকতে হবে।’
তিনি বলেন, ‘সীমিত সম্পদ দিয়ে সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন করা হচ্ছে, এই বাহিনীর সাংগঠনিক কাঠামো ও বিন্যাস পরিবর্তনের প্রক্রিয়া শুরু হযেছে। সেনাবাহিনীকে একটি আধুনিক ও যুগোপযোগি বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে করণীয় সব কিছুই করছে বর্তমান সরকার। জাতির প্রয়োজনে সশস্ত্র এ বাহিনীকে অবদান রাখতে হবে।’
বুধবার সকালে চট্টগ্রাম সেনানিবাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তিনটি ব্যাটেলিয়নকে ন্যাশনাল স্টান্ডার্ড অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, ‘সৌম্য-শক্তি-ক্ষিপ্রতা এই শ্লোগান নিয়ে যাত্রা শুরু করা ইস্ট বেঙ্গল রেজিমেন্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে একাত্তরের রণাঙ্গন পর্যন্ত পদাতিক বাহিনী বাহিনী হিসেবে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে চলেছে। স্বাধীনতার পর থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ দক্ষতার পরিচয় দিয়েছে এই বাহিনী। এগিয়ে এসেছে দেশের যে কোনো সংকটে। এর স্বীকৃতি হিসেবে জাতীয় পতাকা পেয়েছে ৩৪, ৩৬ ও ৩৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।’
এর আগে প্রধানমন্ত্রী সকাল সোয়া ১০টায় হেলিকপ্টারে করে চট্টগ্রাম সেনানিবাসে এসে পৌঁছান। সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান ইকবাল করিম ভূঁইয়া। অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে সেনাবাহিনীর ৩৪, ৩৬ ও ৩৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের জনসেবা ও জনস্বার্থে গুরুত্বপূর্ণ এবং বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি সরূপ ব্যাটেলিয়ন অধিনায়কদের হাতে জাতীয় পতাকা তুলে দেন প্রধানমন্ত্রী। এই সময় ব্যাটেলিয়ন অধিনায়কদের অভিনন্দন জানান তিনি।
অনুষ্ঠানে সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা ও মন্ত্রী পরিষদ সদস্যসহ সরকারি বেসরকারি বিভিন্ন ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া