adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অভিযান চলছে লাইসেন্স বিহীন চালক ও ফিটনেস বিহীন গাড়ীর বিরুদ্ধে

OLYMPUS DIGITAL CAMERAডেস্ক রিপোর্ট : লাইসেন্স বিহীন চালক এবং ফিটনেস বিহীন গাড়ীর বিরুদ্ধে আজ ১০ নভেম্বর সোমবার থেকে অভিযান শুরু করছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। দেশে সম্প্রতি বেশ কয়েকটি সড়ক দূর্ঘটনার প্রেক্ষিতে এই অভিযানের সিদ্ধান্ত নিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এই অভিযানটি আজ থেকে শুরু হয়ে নিয়মিত চলবে বলে জানিয়েছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ।
 এই অভিযান কিভাবে চলবে জানতে চাইলে বিআরটিএ এর সেক্রেটারি জনাব মোহাম্মদ শওকত বলেন, ‘সম্প্রতি মাননীয় সড়ক, পরিবহন, সেতু মন্ত্রী সড়ক পরিবহন কর্তৃপক্ষের সদর দপ্তর পরিদর্শন করেন এবং এই বিষয়ে তিনি নির্দেশনা প্রদান করেন। ১০ তারিখ থেকে অভিযান পরিচালনা করার জন্য ঢাকার বিভিন্ন পয়েন্টে আমাদের কর্মকর্তা কর্মচারীদের সমন্বয়ে কমিটি গঠন করে দেয়া হয়েছে। জনগণকে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতন করার জন্য আমরা কাজ করছি। আমাদের সাথে মোবাইল কোর্ট আছে। যে সমস্ত ফিটনেস বিহীন গাড়ী এবং লাইসেন্স বিহীন চালক আছে তাদের বিরুদ্ধে আজকে থেকে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এটা আগেও চলেছে আজকে থেকে এটাকে আরও জোরদার করা হচ্ছে।’
 
এ অভিযানে ফিটনেস বিহীন গাড়ী এবং লাইসেন্স বিহীন চালক ধরা পড়লে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা বা শাস্তি কেমন হবে তা জানতে চাইলে বিআরটিএ এর সেক্রেটারি বলেন, ‘এই বিষয়ে আইন রয়েছে। মোটর অধ্যাদেশ ১৯৮৩ আইনের যেসব বিধিবিধান রয়েছে, সেসকল বিধিবিধান অনুযায়ী তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ শাস্তির মধ্যে রয়েছে জরিমানা এবং বিভিন্ন মেয়াদে জেল।’
 
এর আগেও এ ধরনের কার্যক্রম আপনারা নিয়েছিলেন, কিন্তু ফিটনেস বিহীন গাড়ী এবং লাইসেন্স বিহীন চালকদের পুরোপুরি থামাতে পাড়েননি, এইবারে এটা কিভাবে সম্ভব হবে ? এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ শওকত বলেন, ‘ইতোপূর্বে আপনারা লক্ষ্য করেছেন যে এ বিষয়টি আমরা একা পরিচালনা করছিনা। এর সাথে ভূ-পরিবহন সমিতি, চালকদের সংগঠন রয়েছে, সুশীল সমাজের লোকজন জড়িত রয়েছে। সম্প্রতি নাটোরে একটা দুঃখজনক ঘটনা ঘটেছে এবং সেখানে অনেক যাত্রী প্রাণ হারিয়েছে। এসমস্ত ঘটনা মাঝে মধ্যেই ঘটছে। আমরা অভিযান অব্যাহত রেখেছি। কিন্তু এবার কাজগুলোকে আরও জোরদার এবং ফলপ্রসূ করার জন্য এর সাথে সম্পৃক্ত লোকজনকে আমরা এবার এর সাথে যুক্ত করেছি।’
 আপনি চালকদের সংগঠনের কথা বলছিলেন, চালকদের সংগঠনতো কখনই চাইবে না যে তাদের লাইসেন্স বিহীন চালক এবং ফিটনেস বিহীন গাড়ী বন্ধ করে দেওয়া হোক আপনার কি মনে হয় এভাবে এগুলো বন্ধ করা সম্ভব? এ বিষয়ে জনাব শওকত বলেন, ‘চালকদের নেতৃবৃন্দের সাথে আমাদের কথা হয়েছে, তারা কখনো চায়না যে লাইসেন্স বিহীন চালক গাড়ী চালাক। অনেক সময় তাদের অগোচরে কিছু কিছু চালক এ কাজ করে থাকে, বিশেষ করে যারা গাড়ীতে হেলপার হিসেবে থাকে। তারা কখনও কখনও এ ধরনের কাজ করে থাকে। কিন্তু যখন আমরা অভিযানে ব্যবস্থা গ্রহণ করি তখন চালকদের সংগঠনের নেতৃবৃন্দ তাদের বিষয়ে কোন অনুরোধ করেনা।’
 
ঢাকা শহরের বিভিন্ন অংশে আজকে থেকে এ অভিযানের জন্য কমিটি ভাগ করে দেয়া হয়েছে। এই অভিযান ঢাকার বাহিরে অন্যান্য শহরের মহাসড়ক এবং জেলা শহরগুলোতে চলবে কিনা এ ব্যাপারে জানতে চাইলে বিআরটিএ এর সেক্রেটারি মোহাম্মদ শওকত জানান, ‘এবারের অভিযান সাড়াদেশেই চলবে। জেলা প্রশাসকদের আওতায় সড়ক নিরাপত্তা কমিটি নামে একটা কমিটি রয়েছে এবং জেলা পর্যায়ে শৃঙ্খলা বজায় রাখার জন্য রিজিওন্যাল ট্রান্সপোর্ট কমিটি (আরটিসি) রয়েছে এগুলোকে সক্রিয় করার জন্য আমরা প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি। ম্যাজির্স্টেট নির্দিষ্ট করে এই অভিযান অব্যাহত রাখার জন্য তাদেরকে ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রেরণ করেছি। তারা এর মধ্যে একাজ শুরু করেছেন।’ বিবিসি

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া