adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নায়েবে শাহি ইমামের অভিষেকে মোদিকে উপেক্ষা: মুসলিমদের ক্ষোভ

কামাল ফারুকি - সাইয়্যেদ আহমদ বুখারিআন্তর্জাতিক ডেস্ক : ভারতের দিল্লি জামে মসজিদের শাহি ইমামের এক সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন মুসলিমদের একাংশ।
শাহি ইমাম মাওলানা সাইয়্যেদ আহমদ বুখারির ছেলে সাইয়্যেদ শাবান বুখারির  নায়েবে শাহি ইমাম পদে অভিষেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাদ রেখে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে  আমন্ত্রণ জানানো নিয়ে বিতর্ক শুরু হয়েছে।
নিজের সিদ্ধান্তের পক্ষে মাওলানা সাইয়্যেদ আহমদ বুখারি জানিয়েছিলেন, ‘নরেন্দ্র মোদি মুসলিম সম্প্রদায়কে দূরে সরিয়ে  দিয়েছেন, তিনি নরেন্দ্র মোদিকে পছন্দ করেন না। তাই ছেলের  অভিষেকে আমন্ত্রণ জানানোর প্রশ্নই ওঠে না।’
 
মুসলিমদের একাংশের  কথায়,  বুখারি নরেন্দ্র মোদিকে পছন্দ করেন কিনা, তিনি  প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাবেন কিনা সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত পছন্দ। কিন্তু 'মুসলিম সম্প্রদায় ভারতের প্রধানমন্ত্রীকে পছন্দ করে না এবং মোদিও মুসলিমদের পছন্দ করেন না'- এই মন্তব্য করার অধিকার শাহি ইমামকে কে দিয়েছেন বলে প্রশ্ন তুলেছেন তারা।
 
এই ঘটনায় ভাইয়ের বিরুদ্ধেই মুখ খুলেছেন ইয়াহিয়া বুখারি। তিনি বলেন, ‘দেশের মুসলিম সম্প্রদায় দ্বারা উপেক্ষিত হয়ে এখন মিডিয়ার নজর আকৃষ্ট করে নিজের জায়গা ফিরে পেতে চান শাহি ইমাম। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ না জানিয়ে এখন তিনি কি মুসলিম সম্প্রদায়ের সমস্যার সমাধান করতে চান?  কিন্তু তাকে  বুঝতে হবে তিনি মুসলিমদের বোকা বানাতে পারবেন না। তার ডাক শুনে যখন ভারতীয় মুসলিম সম্প্রদায় কংগ্রেসের পক্ষে লোকসভা ভোটে মত দেননি, তখনই তার এই বিষয়টি বোঝা উচিত ছিল।’
 
একইসঙ্গে ইয়াহিয়া বুখারি আরও বলেন, ‘তিনি (শাহি ইমাম) যদি পাক প্রধানমন্ত্রীকে এত পছন্দ করেন এবং ভারতের প্রধানমন্ত্রীকে অপছন্দ করেন, তাহলে ছেলের অভিষেক অনুষ্ঠান পাকিস্তানে গিয়েই তার করা উচিত।’  
 
অন্যদিকে, দিল্লি সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান কামাল ফারুকি  যিনি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডেংরও সদস্য, তিনি এই প্রসঙ্গে  জানিয়েছেন, ‘এই ধরণের সিদ্ধান্ত ভাল রুচির উদাহরণ কখনওই  নয়। যদি তিনি ছেলে বা মেয়ের বিয়েতে আমন্ত্রণ জানাতেন তাহলে তা তার ব্যক্তিগত বিষয় হতো। কিন্তু এই অনুষ্ঠান সম্পূর্ণভাবে রাজনৈতিক ও অ-ইসলামিক কারণ, ইমামত কখনও বংশ পরম্পরায় চলতে পারে না।’
 
তিনি আরো বলেছেন, ‘যদি এমন অনুষ্ঠানে অন্য দেশের রাজনৈতিক নেতাদের বিশেষ করে পাক প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়, তাহলে ভারতের প্রধানমন্ত্রীকে অবশ্যই আমন্ত্রণ জানানো উচিত।’ যদি  কেউ  ভারতে থেকে ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ না জানান, তাহলে পাক প্রধানমন্ত্রীকেও আমন্ত্রণ জানানোও উচিত নয় বলেও মন্তব্য করেছেন ফারুকি।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া