adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হাসিনা নব্য হিটলার : খালেদা জিয়া

বক্তব্য রাখছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ডেস্ক রিপোর্ট : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘শেখ হাসিনা সরকার হামলা-মামলার মাধ্যমে ক্ষমতায় টিকে আছে। তারা পুরো দেশকে কারাগারে পরিণত করেছে। বিরোধী জোটের কোনো নেতাকর্মী এখন মামলার বাইরে নেই। দেশে কোনো গণতন্ত্র নেই।’ তিনি বলেন, মানুষ বলে ‘শেখ হাসিনা স্বৈরাচার।’ আমি বলব তিনি শুধু স্বৈরাচারই নয়, তিনি নব্য হিটলার। হিটলারের মতো তিনি মানুষ হত্যা করছেন।
জেলা ২০ দলীয় জোটের আয়োজনে শনিবার বিকেলে নাটোর সরকারি নবাব সিরাজউদ-দৌলা কলেজ মাঠের জনসভায় প্রধান অতিথি খালেদা জিয়া এ সব কথা বলেন। নির্দলীয় সরকারের অধীনে নিবার্চনের দাবিতে আয়োজিত জনসভায় প্রায় ১ ঘন্টা বক্তব্য রাখেন খালেদা জিয়া। তিনি সরকারের দুর্নীতি, বিরোধীদলের ওপর হামরা মামলা নির্যাতন, বিনিয়োগহীনতা, শিক্ষাব্যবস্থা ধ্বংস, দুঃশাসনের চিত্র তার বক্তব্যে তুলে ধরেন।

প্রধানমন্ত্রী হওয়ার জন্য আন্দোলন নয় – নিরপেক্ষ সরকারের নির্বাচন দাবি করে খালেদা জিয়া বলেন, ‘এই সরকার এবং নিবার্চন কমিশনের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। উপজেলা নির্বাচনে ভোর ৩টার মধ্যে তারা বাক্স ভর্তি করেছে। ভোট কেন্দ্রে আসতে দেয়নি। যেগুলোতে সুষ্ঠু নিবার্চন হয়েছে, আমাদের প্রার্থীরা পাস করেছে। সরকার যদি মনে তারা অনেক বেশি জনপ্রিয়, তাহলে নিরপেক্ষ সরকারের অধীনে ভোট দেন দেখেন রায় কী হয়? ভোটার অধিকার ফেরাতেই আমরা আন্দোলন করছি। ক্ষমতায় যাওয়ার জন্য, প্রধানমন্ত্রী হওয়ার জন্য আন্দোলন করছি না।’
তিনি বলেন, ‘আমরা আন্দোলন করলে গুলি চালানো হয়, পুলিশকে বলি- এই অবৈধ সরকারের কথা কেন গুলি চালান, আপনাদের মা-বোন, ভাই, ছেলে আছে তারাও তো বিপদে পড়তে পারে । সরকার পরিবর্তন হলে আপনাদের কী হবে? কথায় কথায় গুলি চালানো বন্ধ করেন।’ 
খালেদা জিয়া অভিযোগ করে বলেন, ‘আমাদের আজকে সমাবেশ টেলিভিশনগুলো যাতে সরাসরি সম্প্রচার করতে না পারে সেই জন্য বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছে। সারাদেশে বিদ্যুত নেই।’

সময়মত আন্দোলন – খালেদা জিয়া বলেন, ‘আন্দোলন করতে হবে। সময়মত যখন আন্দোলনের ডাক দেব, যে কর্মসূচি দেব, তা পালনের প্রস্তুতি নিন। আমার প্রধানমন্ত্রীর হওয়ার শখ নেই। জীবনের শেষ সময় এসে বলতে চাই, আন্দোলনের মাধ্যমে এই অবৈধ, অগণতান্ত্রিক সরকারের পতন ঘটিয়ে দেশকে বাঁচাব। আইনের শাসন, সুশাসন, দেশের উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, সমঅধিকার প্রতিষ্ঠা করব। সকলে মিলে গণতন্ত্র ফিরিয়ে আনব।’
খালেদা জিয়া বলেন, ‘দুদক দুর্নীতি দমন কমিশন নয়, নাম হওয়া উচিত দুর্নীতি কমিশন। আওয়ামী লীগ নেতাদের দায়মুক্তি দিচ্ছে তারা। সমস্ত দুর্নীতিবাজ ছাড়া পেয়ে যাচ্ছে। এখন সময় এসেছে। আমরা মানুষের কাছে যাচ্ছি। ব্যাপক জনসমর্থন আছে। আমাদের পায়ের নিচে মাটি আছে তাই সমাবেশগুলো জনগণে সয়লাব হয়ে যাচ্ছে। আমাদের মিছিল, মিটিং কর্মসূচিতে গুলি থামান। দেখিয়ে দেব আন্দোলন কাকে বলে। এরশাদকে হটিয়েছি। এদেরকেও হটাবো। 
তিনি বলেন, ‘হরতালে আমাদের ছেলেদের হাত থাকে খালি তাদের ক্যাডারদের হাতে থাকে অস্ত্র। আমরা রাস্তায় নামলেই গুলি চালায়।’
সব আইন বাতিল হবে : বিচারপতিদের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেন, ‘দল দেখে নয়, মামলার মেরিট দেখে রায় দিন। সরকারকে ভয় পাবেন না। আল্লাহর কাছে একদিনফিরে যেতেই হবে। সেটা মনে রেখে বিচার করুন। আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। অভিসংশন আইনের ভয় পাওয়ার কারণ নেই। বর্হিবিশ্ব এ সরকারকে বৈধতা দেয়নি। তাদের পাশ করা সব আইন অবৈধ। এ সব আইন বাতিল করা হবে।’
তিনি বলেন, ‘শেখ হাসিনার নামে ১৫টি মামলা ছিল। তাদের নেতাকর্মীদের নামে ছিল আট হাজার মামলা। সব মামলা তুলে নিয়েছে। আমাদের একটি মামলাও প্রত্যাহার করেনি। আওয়ামী লীগের জন্য এক আর আমাদের জন্য অন্যরকম বিচার। এটা হতে পারে না।’

প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর ব্যর্থ – খালেদা জিয়া বলেন, ‘প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর ব্যর্থ। নাচতে নাচতে মধ্যপ্রাচ্যে গিয়েছিলেন জনশক্তি রফতানির পথ খুলতে কিন্তু কিছুই করতে পারেননি। খালি হাতে এসেছেন। আমরা ক্ষমতায় এলে জনশক্তি রফতানির পথ খুলে দিব। এ সরকার মুসলিম বিশ্ব থেকে বিচ্ছিন্ন। সারাপৃথিবী থেকেই তারা বিচ্ছিন্ন।’

ডিবি পুলিশ কন্টাক্ট কিলিংয়ে – বিভিন্ন পত্র-পত্রিকার হেড লাইন উপস্থাপন করে বিএনপি প্রধান বলেন, ‘ডিবি পুলিশ এখন কন্টাক্ট কিলিং করছে। তাহলে মানুষ কীভাবে নিরাপদে থাকবে। যাদের কাছে মানুষ নিরাপত্তার জন্য যাবে তারাই হচ্ছে হত্যাকারী, তারাই হচ্ছে কিলার।’
খালেদা জিয়া বলেন, ‘দেশের আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। দেশী-বিদেশী কোনো বিনিয়োগ নেই। সরকারি চাঁদাবাজি, গ্যাস, বিদ্যুৎ নেই। তাহলে কেন বিনিয়োগ হবে? ঘরে ঘরে বেকারত্ব বাড়ছে। তা তৈরি করছেন হাসিনা। হাসিনার দেশ ধ্বংসের কাজ চলতে দেওয়া যায় না। আজ বিদ্যু নেই, ঢাকাতেও নেই, এখানেও নেই। বিদ্যুৎ আসে বিদ্যুত যায়।’

শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দিয়েছে সরকার – খালেদা জিয়া বলেন, ‘শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে সরকার। শিক্ষা বোর্ডগুলোতে দুর্নীতির মহোতসব চলছে। পাসের হার বাড়িয়ে দেওয়ার ফলে গণহারে জিপিএ ৫ পাচ্ছে। ভালোছাত্ররা নিরুৎসাহিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এরা পাস করে না। ছেলেমেয়েরা শিক্ষিত হউক এরা তা চায় না। বেশি নম্বর না দেওয়ায় ৪৭ জন শিক্ষককে বিদায় করে দেওয়া হয়েছে। তাহলে আমরা কোথায় যাচ্ছি?’ 
তিনি বলেন, ‘গার্মেন্ট শিল্প ধ্বংসের পথে। শহীদ জিয়া গার্মেন্ট শিল্প শুরু করেছিলেন, গার্মেন্ট শিল্পে ব্যাপকহারে কর্মসংস্থান হয়েছিল। এ খাত থেকে রফতানিতে বাংলাদেশ বিশ্বের দুই নম্বর অবস্থানে পৌঁছে। এখন চারে গেছে। এর প্রতিবাদ করলে সরকার ক্ষেপে যায়। আমাদের সরকার মিছিল, মিটিং করার জায়গা দেয় না। মিছিল করলে গুলি করে। নেতাদের জেলে ভরে। দুলুও অনেকদিন জেলে ছিল, বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী নেই যাদের নামে মিথ্যা মামলা দেয়নি। এ সরকার টিকে আছে মামলা হামলা করে।’
দেশ ভরে গেছে লুটপাটে – খালেদা জিয়া বলেন, ‘দেশ ভরে গেছে লুটপাটে। এমন কোনো সেক্টর যেখানে লুটপাট হচ্ছে না। এই লুটপাটের খবর খুব সমান্যই আসে পত্রিকায়। কারণ মিডিয়াগুলো গলা চেপে ধরেছে সরকার। মাহমুদুর রহমানকে মিথ্যা অজুহাতে জেলে ভরেছে। তাকে জামিন দেওয়া হচ্ছে না। আমার দেশ বন্ধ করেছে, এই পত্রিকাটি অনলাইনে তারা চালাত। সেটাও আগুন দিয়ে পুড়িয়ে তারা ছাই করে দিয়েছে। দিগন্ত টিভি, ইসলামী টিভি, চ্যানেল ওয়ান বন্ধ করে দিয়েছে। গণতন্ত্র আজ নির্বাসনে।’
বিএনপির চেয়ারপারসন বলেন, ‘এ দেশে শতকরা ৯০ভাগ মানুষের ধর্ম ইসলাম। কিন্তু ধর্মেকর্মে বাধা সৃষ্টি করা হচ্ছে। ধর্ম নিয়ে কটূক্তি করা হচ্ছে। হেফাজতে ইসলামের ওপর রাতের অন্ধকারে হামলা করা হয়েছে। বহুলোক শাহদাত বরণ করেছে। তাদের লাশ রাতের অন্ধকারে সরিয়ে ফেলা হল। রক্ত ধুয়ে ফেলা হল। আর হাসিনা বলল রক্ত নয়, এ সব রং। কত বড় বেঈমান। তারা কোরআন পুড়িয়েছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কেউই নিরাপদ নয়। এরা মানুষ নয় এরা নরপিচাশ, মানুষের আকৃতিতে রক্তচোষা।’
তিনি বলেন, ‘উনি (শেখ হাসিনা) কানে কম শোনেন এটা জানতাম। কিন্তু চোখেও যে কম দেখেন তা জানতাম না। আদালত তাকে বলেছেন রংহেডেড। চোখেও দেখে না, কানেও শোনেন না তাহলে দেশ পরিচালনা করেন কীভাবে। দেশের জন্য ক্ষতিকর।’
খালেদা জিয়া পুলিশ এবং র‌্যাবের কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, ‘একজন মন্ত্রী বলেছেন পুলিশের হাতে নারীরা নিরাপদ নয়। নারায়ণগঞ্জে সাত খুনের সঙ্গে সরকার, র‌্যাব, পুলিশ এবং সেখানকার গডফাদাররা জড়িত। কয়েকজনকে গ্রেফতার করে জামাই আদরে রাখা হয়েছে। তাদের বিচার হবে না। র‌্যাবের অফিসার জিয়াকে এখনই রিমান্ডে নিয়ে সব তথ্য বের করতে হবে। র‌্যাব বাতিল করতে হবে।
তিনি বলেন, সরকার ক্ষমতা ছাড়তে ভয় পান। কারণ তাদের পরিণতি কী হবে তা জানে। আমরা বোমাবাজি, গাড়ি পুড়াই না, এগুলো করে তারাই। হাসিনা গান পাউডার দিয়ে মানুষ হত্যা করেছে। সে সবের সাক্ষ্য প্রমাণ আছে।’
বিএনপি চেয়ারপারসন বলেন, ‘২৮ অক্টোবর লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যা করে তার উপর লাফালাফি করেছে। এটা কোনো মুসলমান করতে পারে? তারা যতবার ক্ষমতায় এসেছে শেয়ার মার্কেট ধ্বংস করে দিয়েছে। ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। পাঁচ রাষ্ট্রীয় ব্যাংক দুরাবস্থায় পড়েছে। কারণ সব জায়গায় দলীয় লোক বসানো হয়েছে। অর্থমন্ত্রী স্বীকার করেছেন তারা ব্যর্থ। তাহলে ব্যর্থতা নিয়ে কেন ক্ষমতায় বসে আছেন?’
নাটোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সভাপতিত্বে আরও বক্তব্য দেন- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বিএনপি নেতা আমান উল্লাহ আমান, মিজানুর রহমান মিনু, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, ডা. এ জেড এম জাহিদ প্রমুখ।
২০ দলীয় জোট নেতাদের মধ্যে জায়ামায়তের নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান, খেলাফত মজলিসের আমির মাওলামা মোহাম্মদ ইসহাক, ইসলামী ঐক্যজোটের মাওলানা আব্দুল লতিফ নেজামী, জাগপার শফিউল আলম প্রধান, এলডিপির ড. রেদওয়ান আহমেদসহ কেন্দ্রীয় ও জেলার নেতারা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া