adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্রিকফ্রেঞ্জির লকডাউন লাইভে রিয়াদ, সাকিবের সঙ্গে আমার কিছুই হয়নি, ড্রেসিং রুমের ঘটনা বাইরে আসা আমার পছন্দ নয়

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর সাকিব আল হাসানের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের। এই বিশ্ব আসরের পর দেশ-বিদেশের বেশ কয়েকটি সংবাদমাধ্যম ছড়িয়েছিল এমন খবর। মাহমুদউল্লাহ বরাবরই ঘটনাটিকে ভিত্তিহীন বলে দাবি করে আসছেন।

ক্রিকফ্রেঞ্জির লক ডাউন লাইভ আড্ডায় সেই প্রসঙ্গে আবারও মুখ খুলেছেন মাহমুদউল্লাহ। তিনি জানিয়েছেন, সাকিবের সঙ্গে তার কিছুই হয়নি। আর ড্রেসিংরুমের ঘটনা বাইরে আসা তার পছন্দ নয় বলে জানালেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। মাহমুদউল্লাহ চান না ড্রেসিংরুমের কথা তার কোনো সতীর্থ প্রকাশ করুক।

এ প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলেন, আমি দুইটা জিনিস বলতে চাই। এক ড্রেসিং রুম এমন একটা জায়গা যেটা আমাদের নিজস্ব। আমি প্রত্যেকের স্পেসটাকে আমরা রেসপেক্ট করি। এখানে অনেকেই আবেগ জড়িত, অনেকের কষ্ট জড়িত,অনেকের ঘাম জড়িত। অনেকের রক্তও জড়িত হয়তোবা। অনেক সময় আমরা ফিল্ডিং করতে গেলে আমাদের হাত পা কেটেও যায়। আমি ড্রেসিং রুমের কথা কারো সঙ্গে শেয়ার করবো না। কখনোই না। এটা আমি পছন্দও করি না। আমি এটা পছন্দও করি না আমার কোনো টিমমেট করুক।

বিশ্বকাপে পরই খবর বেরিয়েছিল এই বিশ্ব আসরে ইংল্যান্ডের বিপক্ষে স্লো ব্যাটিংয়ের কারণে মাহমুদউল্লাহর উপর খেপে যান সাকিব। অধিনায়ক মাশরাফিকেও বলেছিলেন মাহমুদউল্লাহকে পরবর্তী ম্যাচ থেকে বাদ দিতে, তবে সাকিবের কথা শোনেননি মাশরাফি। যদিও এই ঘটনার সত্যতা মেলেনি। সেই ঘটনার প্রেক্ষিতেই মাহমুদউল্লাহ মনে করেন ড্রেসিংরুমের কিছু বাইরে আসলেও যেন তা সঠিক ভাবে আসে।

মাহমুদউল্লাহ বলেন, ‘দ্বিতীয়ত হচ্ছে, কিছু যদি বাইরে আসেও সে জিনিসটা যেন প্রোপারলি আসে। ভাঙা ভাঙা যেন কিছু না আসে। যে কথাগুলো বের হয়েছিল সত্য ছিল না, আমি আবারও বলছি। পুরোনা সত্য ছিল না এখানে। জিনিসটা অন্যভাবে উপস্থাপন করা হয়েছিল। যেটার কারনে আমি কিছুটা আপসেট ছিলাম। কথা হয়েছিল ইস্যুটা সাকিব আর আমার মধ্যে। সাকিব আর আমার মধ্যে আসলে কিছুই হয়নি। কোনো কথাই হয়নি। কথা কাটাকাটি আসবে কোথা থেকে? ইট ওয়াজ অ্যা জোক।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া