adv
৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিজেদের প্রমাণের শেষ সুযোগ সাকিব-মুশফিকদের

ফাইল ফটোহুমায়ুন সম্রাট :  ব্যর্থতার বৃত্ত থেকে বের হয়ে আসতে পারবে নাকি জিম্বাবুয়ের বিপক্ষেও হারের বৃত্তে থাকবে বাংলাদেশ? এ রকম একটি প্রশ্ন ক্রিকেট প্রেমীদের মনে আসতেই পারে। বছরজুড়ে যাচ্ছেতাই পারফরমেন্স করার কারণেই সাকিব-তামিমদের উপর এমন ধারণা তৈরি হয়েছে তাদের। প্রতিপক্ষ প্রতিপক্ষই। এখানে সহজ-কঠিন বলে কিছু নেই। এই বিষয়টির বোধদয় অন্তত বাংলাদেশের হয়েছে। এ বছরে হারতে হয়েছে আফগানিস্তান ও হংকংয়ের বিপক্ষে। পূর্বেও জিম্বাবুয়ের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। শনিবার থেকে ঢাকায় শুরু হচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টেস্ট। সকাল ১০টায় ম্যাচটি শুরু হবে। প্রায় দশ বছর পর বাংলাদেশের মাটিতে টেস্ট খেলবে জিম্বাবুয়ে। ঢাকায় পা রেখে একটি তিনদিনের ম্যাচ খেলেছে জিম্বাবুয়ে। বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ মানেই অন্যরকম এক উত্তেজনা। দুই দলের ক্রিকেটীয় লড়াই সবসময়ই বেশ আকর্ষণীয়। সমশক্তির এ দুটি দলের মধ্যে থাকে র্যা ঙ্কিংয়ে এগিয়ে যাওয়ার লড়াই। এই সিরিজেও তা ব্যাতিক্রম নয়। ঢাকা টেস্টের পর খুলনা ও চট্টগ্রামে আরো দুটি টেস্ট খেলবে দুই দল। টেস্টে বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ১৯। ২০ পয়েন্ট নিয়ে এগিয়ে থাকা জিম্বাবয়ের সংগ্রহ ৩৯। টেস্ট সিরিজ  ৩-০ ব্যবধানে জিতে নিলে র্যাং ঙ্কিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। তখন বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ৫৩।  ২-০ সিরিজ জিতলেও এগিয়ে যাবে বাংলাদেশ। তখন বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ৪৮। এমনকি বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ জয় করে ৪১ রেটিং পয়েন্ট পাবে বাংলাদেশ। ব্যর্থতার ঘোষকলা পূর্ণ করা বাংলাদেশ বছরের শেষ সিরিজে ভালো করতে পারে কিনা তাই এখন দেখার বিষয়।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া