adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ছাত্রদলের পদবঞ্চিতরাও খালেদার সঙ্গে বগুড়ায়

নিজস্ব প্রতিবেদক : নতুন কমিটিতে পদ না পেয়ে বিক্ষোভ করলেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নীলফামারী সফরে এসেছেন ছাত্রদলের পদবঞ্চিতরা। সদ্য ঘোষিত কমিটি নিয়ে সৃষ্ট সমস্যার সমাধান না হলেও বঞ্চিতদের অনেকেই ইতিমধ্যে বগুড়া এসেছেন। তবে নতুন কমিটির শীর্ষ নেতারা খালেদার গাড়ি বহরে আসলেও বঞ্চিতরা পরে এসেছেন বলে জানা গেছে।
বুধবার বিকেলে নীলফামারীর উদ্দেশে খালেদা জিয়া গুলশানের বাসা থেকে সড়কপথে রওনা হন। এসময় তার সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানসহ বিএনপির বেশ কয়েকজন মধ্যম সারির নেতা ছিলেন। এছাড়া ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসানসহ সংগঠনের বেশ কিছু কেন্দ্রীয় নেতাও ছিলেন।
সাবেক সহ-সভাপতি আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, জাবেদ হাসান স্বাধীন, তরুণদেব, শহীদুল্লাহ ইমরান, ফেরদৌস আহমেদ মুন্না, তরিকুল ইসলাম টিটু, রবিউল হাসান সবুজ, নুরুজ্জামান মুকিত লিংকন, মশিউর রহমান মিশু, রাকিবুল ইসলাম রয়েল, শাহসুদ্দোহা, সুমন, হাবিবুর রহমান সুমন, রফিকুল ইসলাম, আসাদুজ্জামান মিয়া, এস এম মোশারফ হোসেন মিশু, দবির উদ্দিন তুষার প্রমুখও আছেন।

এছাড়া বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার ও যুগ্ম সাধারণ সম্পাদক গাজী রেজাউল হক রিয়াজও আছেন।যারা পদবঞ্চিতদের আন্দোলনে শুরু থেকে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।
ছাত্রদলের গত কমিটির সহ-যোগাযোগ সম্পাদক দবির উদ্দিন তুষার পদবঞ্চিত এসব নেতাদের সফরে আসার কথা নতুন বার্তা ডটকমকে জানিয়েছেন

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া