adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্ব সাদা ছড়ি দিবসে কুষ্টিয়ায় র‌্যালী ও আলোচনা

kushtia sadachori rally picকুষ্টিয়া প্রতিনিধি : নাইবা থাকুক চোখের দৃষ্টি, মনের আলোয় করব সৃষ্টি এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় বিশ্ব সাদা ছড়ি দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরীর সামনে থেকে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়। কুষ্টিয়া জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতর এ অনুষ্ঠানের আয়োজন করে। 
পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিশ্ব সাদা ছড়ি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক আব্দুল গণির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক, কুষ্টিয়া মডেল থানার সহকারী পুলিশ সুপার খন্দকার লাবনী। জেলার দৃষ্টি প্রতিবন্ধীরা র‌্যালিতে অংশ নেন। পরে অনুষ্ঠানে উপস্থিত দৃষ্টিপ্রতিবন্ধিদের মাঝে সাদাছড়ি বিতরণ করা হয়।

 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া