adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বাস্থ্যমন্ত্রী বললেন- প্রটোকলের অভাবে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হলো না ভাষা মতিনকে

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রীয় প্রটোকলের অভাবে ভাষাসৈনিক আব্দুল মতিনকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। 
বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় শহীদমিনারে ভাষামতিনের মরদেহে শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রীয় প্রটোকলের অভাব ছিল। তবে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া না হলেও প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও সরকারের পক্ষ থেকে সম্মান জানানো হয়েছে। ভাষাসৈনিক মতিন রাষ্ট্রের সম্পদ। ভাষা আন্দোলন থেকে শুরু করে সব আন্দোলনে মতিনের অবদান রাষ্ট্র ও জনগণ ভুলবে না। সরকার ভাষা মতিনের জন্য সব করেছে। কোনো অভিযোগ সত্য নয়।
‘ভাষাসৈনিক হওয়া সত্ত্বেও রাষ্ট্রীয় মর্যাদা না পাওয়া ক্ষোভ প্রকাশ করেছেন দেশের শীর্ষ স্থানীয় রাজনীতিক ও শুশিল ব্যক্তিবর্গ। সকালে শহীদমিনারে ভাষামতিনের মরদেহ নিয়ে আসা হলে সরকার, বিরোধীদল, বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। উল্লেখ্য, ভাষাসৈনিক আব্দুল মতিন বুধবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া