adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা মেডিকেল কলেজে ভাষা মতিনের মরদেহ হস্তান্তর

ভাষা মতিনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজে হস্তান্তরনিজস্ব প্রতিবেদক : ভাষা আন্দোলনের কিংবদন্তী আব্দুল  মতিনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। আবদুল মতিনের স্ত্রী গুলবদন নেসা মনিকা বৃহস্পতিবার দুপুর পৌনে দুইটায় কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা মেডিকেল কলেজের উপধ্যক্ষ ডা. মো শফিকুল আলম চৌধুরীর কাছে তার মরদেহ হস্তান্তর করেন।
এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত এই ভাষাসেনানীর কফিনে শেষ শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। ফুল হাতে বিনম্র শ্রদ্ধায় তারা বিদায় জানান জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে।
দুপুর সোয়া দুইটায় আবদুল মতিনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে এনাটমি বিভাগের প্রধান অধ্যাপক ডা. শামীম আরা তার মরদেহ গ্রহণ করেন। এ সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান সেখানে উপস্থিত ছিলেন।
অধ্যাপক শামীম আরা জানান, ভাষা সৈনিক আবদুল মতিনের ইচ্ছা অনুযায়ী তার মরদেহ আমরা গ্রহণ করেছি। তার মরদেহ প্রিজার্ভ করে রাখা হবে। এটি প্রক্রিয়া করতে সাত-আটদিন সময় লাগবে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া