adv
১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লতিফ সিদ্দিকীর পর এবার হজ নিয়ে তসলিমা নাসরিন যা বললেন

লতিফ সিদ্দিকীর পর হজ নিয়ে আপত্তিকর মন্তব্য করলেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। বুধবার ফেসবুক স্ট্যাটাসে তিনি হজ পালন বন্ধের পক্ষেও কথা বলেন। 
তসলিমার ফেসবুক স্ট্যাটাস হুবহু তুলে ধরা হলো: আইসিসের সব কিছু খারাপ নয়। কিছু জিনিস তো অসাধারণ। যেমন ওরা যখন বলে মক্কার কাবাঘর ভেঙ্গে ফেলবে, কাবার কালো পাথর গুঁড়িয়ে দেবে, মদিনা থেকে মুহাম্মদের কবর হাওয়া করে দেবে, হজ ফজ, পাথরে চুমোচুমি, সাত পাকের পাথরপুজো, মাজার পুজো সব বন্ধ করবে — তখন আমি আইসিসকে পছন্দ না করে পারি না।
তসলিমা বলেন, মানুষ মারা বন্ধ করে আইসিসের বরং তড়িঘড়ি ও কাজটিই করা উচিত। বিশ্বের লক্ষ লক্ষ লোক পাপ মোচনের আশায় সৌদি আরবে গিয়ে যে বছর বছর লক্ষ লক্ষ টাকা বেহুদা ঢেলে আসে, ওটা বন্ধ হলে মানবজাতির কিছুটা অন্তত উপকার হবে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া