adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী -সাগর থেকে দেড় বছরে আটক ১,৭৩৬ বিদেশগামী

kawsar-azam-3ডেস্ক রিপাের্ট : সমুদ্রপথে অবৈধভাবে বিদেশ গমনকালে ২০১৫ সালে ২৩০ জনসহ এ পর্যন্ত গত প্রায় দেড় বছরে সর্বমোট ১ হাজার ৭৩৬ জন বিদেশগামী নাগরিককে সাগর থেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে ৫ ডিসেম্বর সোমবার নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এ তথ্য জানান।

তিনি বলেন, মানবপাচার রোধকল্পে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। ২০১৬ সালে কোস্ট গার্ড এ পর্যন্ত ২০ হাজার ৫০০টি অভিযান পরিচালনা করেছে। তাছাড়াও উপকূলীয় অঞ্চলে গোয়েন্দা কার্যক্রম জোরদার করেছে।

মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য আব্দুল মতিনের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাগরবক্ষে জেলে সম্প্রদায়ের নিরাপত্তা বিধানে গভীর সমুদ্রে চলাচল উপযোগী অফশোর প্যাট্রোল ভেসেল ইতালি হতে ক্রয় করা হয়েছে। যার মধ্যে ২টি গত ২ নভেম্বর কোস্টগার্ড বহরে সংযোজিত হয়েছে। অপর দুটি জাহাজ আগামী বছর জুলাইয়ের মধ্যে কোস্টগার্ড বহরে সংযোজিত হবে।

নারী পুলিশ ৬ দশমিক ৮৫ শতাংশ-

বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, বাংলাদেশ পুলিশের মোট মঞ্জুরিকৃত জনবল ১ লাখ ৯৪ হাজার ২৮৩ জন। বর্তমানে নারী পুলিশের শতকরা হার ৬ দশমিক ৮৫ শতাংশ।

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য এম এ আউয়ালের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, প্রয়োজনের তুলনায় দেশের জনসংখ্যার অনুপাতে পুলিশের জনবল যথেষ্ট নয়। দেশের আইনশৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ৫০ হাজার জনবল বৃদ্ধির নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। ৫০ হাজার পদ সৃজনের অংশ হিসেবে ইতোমধ্যে পুলিশ বিভাগের বিভিন্ন ইউনিটের জন্য ৪০ হাজার ৯০৬টি নতুন পদ সৃজন করা হয়েছে। অবশিষ্ট পদ সৃজনের কাযক্রম বিভিন্ন মন্ত্রণালয়ে বা দপ্তরে প্রক্রিয়াধীন রয়েছে।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া