adv
২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

আফ্রিদির রেকর্ড

শহীদ আফ্রিদিস্পোর্টস ডেস্ক : শারজায় অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দাঁড়াতে পারেনি পাকিস্তান। ৯৩ রানে সহজেই জয় পায় অস্ট্রেলিয়া। 
দল হারলেও রেকর্ড গড়েছেন শহীদ আফ্রিদি। মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৬ রানে ৩ উইকেট নেন আফ্রিদি। ডেভিড ওয়ার্নার, জেমস ফকনার ও স্টিভেন স্মিথের উইকেট নেন তিনি। এই তিন উইকেট নিয়ে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় ষষ্ঠ স্থানে উঠে এলেন আফ্রিদি।
৩৮২ ওয়ানডেতে  ৩৮১ উইকেট নিয়েছেন পাকিস্তানের প্রাক্তন এ অধিনায়ক। সমানসংখ্যক উইকেট নিয়ে আফ্রিদির সঙ্গেই আছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রা।
ওয়ানডের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় সবার ওপরে রয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন অফস্পিনার মুত্তিয়া মুরালিধরন। ৩৫০ ম্যাচে ৫৩৪ উইকেট নিয়েছেন তিনি। পরের দুটি স্থানে রয়েছেন ওয়াসিম আকরাম (৫০২) ও ওয়াকার ইউনুস (৪১৬)।

ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারি –
খেলোয়াড়দের নাম          দেশ                        উইকেট

মুত্তিয়া মুরালিধরন             শ্রীলঙ্কা                    (৫৩৪)
ওয়াসিম আকরাম                                   পাকিস্তান              
(৫০২)
ওয়াকার ইউনুস               পাকিস্তান                 (৪১৬)
চামিন্দা ভাস                   শ্রীলঙ্কা                    (৪০০)
শন পোলক                    দক্ষিণ আফ্রিকা          (৩৯৩)
গ্লেন ম্যাকগ্রা                   অস্ট্রেলিয়া               (৩৮১)
শহীদ আফ্রিদি                 পাকিস্তান                 (৩৮১)
ব্রেট লি                          অস্ট্রেলিয়া               (৩৮০)
অনিল কুম্বলে                   ভারত                    (৩৩৭)
সনাত জয়াসুরিয়া              শ্রীলঙ্কা                   (৩২৩)

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া