adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ওয়েলব্যাকের হ্যাটিট্রিকে আর্সেনালের সহজ জয়

ছবি: সংগৃহীতস্পোর্টস ডেস্ক : ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আর্সেনাল মাঠে নেমেছিল গ্যালাতাসারের বিপক্ষে। শেষ ৩০ মিনিটে দশ জনের দল নিয়েও ৪-১ গোলের জয় পায় আর্সেন ওয়েঙ্গারের ছাত্ররা। হ্যাটট্রিক করেন আর্সেনালের ওয়েলব্যাক। ম্যাচের ২২ মিনিটেই গোল করে এগিয়ে যায় আর্সেনাল। দলের হয়ে প্রথম গোলটি করেন ওয়েলব্যাক। অ্যালেক্সিজ সানচেজের বাড়ানো বল থেকে গ্যালাতাসারের গোলরক্ষক মুসলেরাকে বোকা বানিয়ে গোলটি করেন ওয়েলব্যাক। এর ৮ মিনিট পর ম্যাচের ৩০ মিনিটের মাথায় আবারো গোল করে ব্যবধান বাড়ান ওয়েলব্যাক। ম্যাচের ৪১ মিনিটে দলের হয়ে তৃতীয় গোলটি করেন সানচেজ। মেসুত ওজিলের পাস থেকে বল পেয়ে ৩-০ ব্যবধানে দলকে এগিয়ে নেন চিলির এ তারকা ফুটবলার। ম্যাচে ৬৮ শতাংশ বলের দখল রেখে ৩-০ গোলে এগিয়ে বিরতিতে যায় আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। বিরতির পর ম্যাচের ৫২ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন ওয়েলব্যাক। চেম্বারলেইনের অ্যাসিস্টে গোল করেন এ হ্যাটট্রিকম্যান। ৬০ মিনিটের মাথায় আর্সেনালের গোলরক্ষক সেজেসনিকে লাল কার্ড দেখানোর ফলে দশ জনের দলে পরিনত হয় আর্সেনাল। নতুন গোলরক্ষক হিসেবে মাঠে নামেন অসপিনা। কিন্তু তিনি গ্যালাতাসারের খেলোয়াড় বুরাক উইলমাজের নেওয়া পেনাল্টি শট রুখে দিতে ব্যর্থ হন। ফলে ৪-১ এ গিয়ে দাঁড়ায় দুই দল। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল হয়নি।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া