adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মগবাজারের চিন্তায় ঘুম হারাম কাদেরের

নিজস্ব প্রতিবেদক : ফ্লাইওভার নির্মাণের কারণে মগবাজার-রামপুরা সড়ক দিয়ে চলাচলকারী যাত্রীদের দুর্ভোগের কথা স্বীকার করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিষয়টি চ্যালেঞ্জিং, তবে হাল ছাড়ছি না। আজ দুপুরে ডেমরা-আমুলিয়া-রামপুরা সড়কের ত্রিমোহোনী সেতু ও ওভারপাস উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, এই সড়কটির কথা ভেবে রাতে আমার ঘুম হয় না। আমি অনেক চেষ্টা করেও পারছি না। এই মৌসুমে প্রচণ্ড বৃষ্টির কারণে সড়কটির কাজ শেষ করা সম্ভব হচ্ছে না। সামনে ঈদ ও দুর্গাপূজা এতে রাজধানীবাসীর অনেক কষ্ট হবে। কিন্তু যতদ্রুত সম্ভব এই সড়কটির কাজ করা হবে। এটা খুব চ্যালেঞ্জিং একটি বিষয়। তবে হাল আমি ছাড়ছি না, দৃঢতার সঙ্গেই বলেন মন্ত্রী ওবায়দুল কাদের।  উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সড়ক ও জনপদ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ মোহাম্মদ মুসা, অতিরিক্ত প্রকৌশলী মো. আফতাব উদ্দিন খান, নির্বাহী প্রকৌশলীআতাউর রহমান, উপ বিভাগীয় প্রকৌশলী গোলাম কিবরিয়া প্রমুখ। প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ মগবাজার-মৌচাক ফ্লাইওভারের নির্মাণকাজ চলায় প্রতিদিনই ওই সড়কে অসহনীয় যানজট সৃষ্টি হয়। সামান্য বৃষ্টি হলেই নির্মাণাধীন এলাকার সড়কে কাদা ও পানিতে একাকার হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। ২০১৩ সালের ১৫ ফেব্র“য়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মগবাজার-মৌচাক ফ্লাইওভারের নির্মাণকাজ উদ্বোধন করেন। প্রকল্পের চুক্তি অনুযায়ী এ বছরের নভেম্বরে ফ্লাইওভার নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সেভাবে নির্মাণ কাজের কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া