adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাঙ্গামাটিতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ২

rangamatiডেস্ক রিপাের্ট : রাঙামাটির বাঘাইছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও জেএসএস (এমএন লারমা) সংস্কারপন্থী গ্রুপের সদস্যদের গোলাগুলিতে দুইজন নিহত হয়েছেন।

১৪ ডিসেম্বর বুধবার ভোরে উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা হালুয়াছড়িতে এ গোলাগুলির ঘটনা ঘটে।

নিহতরা হলেন, যুদ্ধচন্দ্র চাকমা (২৯) ও নয়নজ্যোতি চাকমা (৩০)। তারা দুজনেই জেএসএস গ্রুপের সদস্য বলে জানা গেছে।

জানা যায়, বুধবার ভোর রাতে ওই এলাকায় পরস্পরবিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এবং জেএসএস (এমএন লারমা) সংস্কারপন্থী সমর্থিত দুই সশস্ত্র গ্রুপের সদস্যরা মুখোমুখি হলে `বন্দুকযুদ্ধে` লিপ্ত হয়।

এসময় দুই গ্রুপের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী গুলি বিনিময়কালে ২ জন নিহত হয়। পরে খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ ঘটনাস্থল গিয়ে উপস্থিত হলে সন্ত্রাসীরা গভীর জঙ্গলে পালিয়ে যায়।

রাঙামাটি পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, ওই এলাকায় বিবাদমান দুটি আঞ্চলিক দল ইউপিডিএফ এবং জেএসএস সংস্কারপন্থী গ্রুপের মধ্যে গোলাগুলি হয়েছে বলে খবর পেয়েছি।

গোলাগুলিতে সংস্কারপন্থী গ্রুপের ২ সদস্য নিহত হওয়ার খবর জানা গেছে। এ খবরে পুলিশ ও নিরাপত্তাবাহিনী ঘটনাস্থল গেছে। পরে বিস্তারিত জানা যাবে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া