adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙলো ছাত্রলীগ

ডেস্ক রিপোর্ট : সিলেটের বিয়ানীবাজার পৌর এলাকায় ছাত্রলীগের দু’ গ্র“পের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে থানার ওসিসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এসময় ছাত্রলীগের এক গ্র“পের কর্মীরা অন্য গ্র“পের কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুর করে। সোমবার রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
সংঘর্ষ চলাকালে ছাত্রলীগের সাবেক আহ্বায়ক জামাল গ্র“পকে লক্ষ্য করে সাবেক যুগ্ম আহ্বায়ক পল্লব গ্র“প বেশ কয়েক রাউন্ড বন্দুকের গুলি ছুঁড়ে বলে অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৫ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। সংঘর্ষের এক পর্যায়ে পল্লব গ্র“প ও জামাল গ্র“প একে অন্যের অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নি সংযোগ করে। পরে শহরে দাঙ্গা পুলিশ মোতায়েন করায় পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনায় থানায় পুলিশ মামলার প্রস্তুতি চলছে। সৃষ্ট ঘটনায় এক গ্র“প অপর গ্র“পকে দায়ী করেছে। অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে থানা পুলিশের পাশাপাশি এলাকায় বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিয়ানীবাজার থানার সেকেন্ড অফিসার এসআই ফজলুল আলম বলেন, ‘অভ্যন্তরীণ কোন্দলের কারণে জামাল ও পল্লব গ্র“পের মধ্যে সংঘর্ষ বাধে। দায়িত্ব পালনকালে পল্লব গ্রুপের আঘাতে পুলিশ কর্মকর্তারা রক্তাক্ত জখমপ্রাপ্ত হয়েছেন।’ এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জড়িতদের বিরুদ্ধে রাতে অ্যাসাল্ট মামলা দায়ের করতে পারে বলে জানান তিনি।
এসআই ফজলুল বলেন, ‘পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এরপরও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে দাঙ্গা পুলিশসহ টহল জোরদার করা হয়েছে।’ ঘটনার বিষয়ে তাতক্ষণিকভাবে জামাল গ্র“প বা পল্লব গ্র“প কারোরই বক্তব্য পাওয়া যায়নি।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া