adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দুর্ঘটনা রোধে যাত্রীদের আগে টিকিট পরে লঞ্চ

তোফাজ্জল হোসেন :  আসন্ন ঈদ উল আজহা ও দুর্গাপূজা উপলক্ষে লঞ্চে চলাচলকারী যাত্রীদের জন্য বাধ্যতামূলক টিকেটিং ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিয়েছে নৌ-পরিবহন মন্ত্রণালয়। লঞ্চে উঠার আগেই এবার টিকিট কাটতে হবে। আগে কখনো লঞ্চ যাত্রিরা টিকিট কেটে লঞ্চে উঠেনি। লঞ্চ ছেড়ে যাবার পর ভিতরে টিকিট কাটা হতো। অতিরিক্ত যাত্রী ঠেকানোর জন্য সরকার আগে টিকিট পরে লঞ্চে আরোহন পদ্ধতি চালুর সিদ্ধান্ত নিয়েছে। 
একই সঙ্গে স্পিটবোটে সব যাত্রীকে লাইফ জ্যাকেট পরতে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। অতিরিক্ত যাত্রী পরিবহন ঠেকাতেই এ ব্যবস্থা নেয়া হচ্ছে। এছাড়া লঞ্চের স্বাভাবিক চলাচল নির্বিঘœ রাখতে নৌপথে মাছ ধরার জাল পাতা বন্ধ ও সব নৌযানে পর্যাপ্ত বয়া এবং নৌপথে বাতি ও মার্কিং এর ব্যবস্থা নেয়ার কথাও বলা হয়েছে।  রোববার দুপুরে রমনা রেস্তোরাঁয় নৌ-পরিবহন মন্ত্রণালয় আয়োজিত ঈদ ব্যবস্থাপনা বিষয়ক সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
সভায় আরো বলা হয়, ঈদ ও পূজার সময় চাঁদপুর-বরিশাল রুটে লঞ্চ মালিক সমিতির ৬টি লঞ্চ ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ২টি স্টিমার রাখা হবে। ফলে নিয়মিত যাত্রীর সঙ্গে অতিরিক্তি ১০ হাজারেরও বেশি যাত্রী বহন করা যাবে।
ঈদের আগে তিন দিন ও ঈদের পরের তিন দিন নিত্য প্রয়োজনীয় পণ্য ছাড়া সাধারণ ট্রাক ও কাভার্ডভ্যান ফেরি পারাপার বন্ধ রাখা হবে। তবে গরুবাহী ও পিঁয়াজের ট্রাক পারাপারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে।
নৌ-পরিবহন মন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- নৌ-পরিবহন সচিব সৈয়দ মঞ্জুর“ল ইসলাম, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান ড. মো. শামছুদ্দোহা খন্দকার, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মিজানুর রহমান, সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর জুবায়ের প্রমুখ।
এছাড়া কোস্টগার্ড, ডিআইজি নৌ পুলিশ,স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব, ১৮টি জেলার ডিসি, জেলা পুলিশ সুপার, নৌ-পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সং¯’ার নেতারা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে পিনাক-৬ লঞ্চ দুর্ঘটনায় নিহতের আত্মার শান্তি কামনা করে নৌ-পরিবহনমন্ত্রী নৌ দুর্ঘটনা রোধে ঈদ ব্যবস্থাপনায় নিয়োজিত সব কর্মকর্তাকে সতর্ক থাকার আহ্বান জানান।
বিআইডব্লিউটিএর  চেয়ারম্যান ড. শামছুদ্দোহা খন্দকার বলেন, ‘এবছর ঈদ উল আযহা ও দুর্গাপূজা উদযাপন করতে সদরঘাট নৌ-রুট দিয়ে ৮০ লাখ থেকে ১ কোটি যাত্রী বিভিন্ন রুটে দিয়ে বাড়ি যাবেন। এবং এসব যাত্রীদের আবার ফিরিয়ে আনা হবে। সুষ্ঠু ও সুন্দরভাবে লঞ্চ চলাচলের জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন। তিনি জানান, মাওয়া-বরিশাল, পাটুরিয়া-দৌলতদিয়া ও কিশোরগঞ্জে একটি করে ৪টি উদ্ধারকারী জাহাজ রাখা হয়েছে। বিভিন্ন নৌঘাটে যাত্রী হয়রানি বন্ধে ঘাট ইজারা প্রথা তুলে দেয়া হবে। ইতোমধ্যে অনেকগুলো ঘাটের ইজারা তুলে দেয়া হয়েছে। আগামী বছর সবগুলো ঘাটের ইজারা প্রথা একেবারেই বন্ধ করে দেয়া হবে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া