adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গুদামেই নষ্ট হচ্ছে ১৫৪ কোটি টাকার চিনি

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমডেস্ক রিপোর্ট : নাটোরের ২টি সুগার মিলের (নাটোর সুগার মিল ও নর্থ বেঙ্গল সুগার মিল) গুদামে মজুদ রয়েছে ৩৮ হাজার ২২৬ টন চিনি। যার বর্তমান বাজার মূল্য প্রায় ১৫৪ কোটি টাকা।
দীর্ঘদিন অবিক্রিত থাকায় ধীরে ধীরে তা বিনষ্ট হচ্ছে। এদিকে চলতি মৌসুমের উতপাদন শুরু হচ্ছে চলতি মাসেই।
নাটোর সুগার মিল সূত্রে জানা যায়, এই সুগার মিলে উতপাদিত ১২ হাজার ২৬ টন চিনির মধ্যে ৯ হাজার ৮৬ টন মজুদ রয়েছে নিজস্ব গুদামে। অবশিষ্ট ৩ হাজার টন রয়েছে পাবনা সুগার মিলের গুদামে। 
নর্থ বেঙ্গল সুগার মিলের গুদামে রয়েছে ২৬ হাজার ২শ’ টন। বিগত ৩ বছর ধরে এই চিনি বিক্রি হচ্ছে না। চিনির দাম কমিয়ে বর্তমানে ৪০ টাকা কেজি করা হলেও ব্যবসায়ীরা আকৃষ্ট হচ্ছে না। 
ডিলার বিমল সাহা জানান, সাধারণ ক্রেতারা বেসরকারি মিলে উৎপাদিত সাদা চিনি বেশি পছন্দ করে। সে চিনির দামও কম।
এদিকে, বিক্রি না হওয়ায় মজুদ চিনি নিয়ে বিপাকে পড়েছেন মিল কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা জানায়, চলতি মৌসুমের চিনি উৎপাদন শুরু হলে তা রাখার জায়গা থাকবে না। এবার নাটোরের দু’টি মিলে আরও ২৫ হাজার টন চিনি উতপাদিত হবে। তখন কম দামে চিনি বিক্রি করা ছাড়া কোনো উপায় থাকবে না। 
সংশ্লিষ্ট অনেকে মনে করেন, বেসরকারি মিলে উতপাদিত চিনির ওপর কর বাড়ানো হলে, সরকারি মিলে উতপাদিত চিনি বিক্রি হবে। এছাড়া আখচাষিদের স্বার্থে সরকার চিনি করপোরেশনকে প্রয়োজনীয় আর্থিক অনুদান দিতে পারে। 

এ ব্যাপারে নাটোর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক এবিএম আরশাদ হোসেন ও নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবার রহমান জানান, মজুদ চিনি নিয়ে তারা খুবই উদ্বিগ্ন। বিষয়টি চিনি করপোরেশনের সভায় উত্থাপন করা হয়েছে।  

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া