adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মোদি, যার রক্তেই বাণিজ্য

360_1_635451790333666507আন্তর্জাতিক ডেস্ক : জাপান সফরে যেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আমি গুজরাটি এবং আমার রক্তে রয়েছে বাণিজ্য। মোদি এখন জাপানের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনা করছেন। তিনি জাপানের শিল্পপতিদের কাছে বলেছেন, ভারতে বাণিজ্যের বিরূপ পরিবেশ দূর করাই তার সরকারের প্রধান কাজ। জাপানের বিনিয়োগকারিরা যাতে ভারতে দ্রুত বিনিয়োগ করতে পারে সে জন্যে সবকিছু করার ওয়াদা করেন মোদি।
মোদি বলেন, তার দফতরে একটি বিশেষ টিম গঠন করা হবে যাদের কাজই হবে ভারতে জাপানি বিনিয়োগ প্রস্তাব বিবেচনা করা এবং ওই টিমে মোদি অন্তত দুজন জাপানি নাগরিককে অন্তর্ভূক্ত করার প্রস্তাব দেন। তিনি জাপানের বিনিয়োগকারিদের আশ্বাস দিয়ে বলেন, তার দেশে এখন অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫ দশমিক ৭ ভাগে পৌঁছেছে এবং একটা ভরসা তৈরি হয়েছে।
মোদি বলেন, তার দফতরে কাজের ধরণ হবে জাপানি স্টাইলে এবং এ আশ্বাস দিয়ে ভারতের প্রধানমন্ত্রী জাপানিদের বলেন, একজন গুজরাটি হিসেবে আমার রক্তে রয়েছে বাণিজ্য। বাণিজ্যে কোনো ছাড় দেয়ার চেয়ে প্রয়োজনীয় পরিবেশ জরুরি বলেও মন্তব্য করেন মোদি।
এদিকে চীনের নাম উল্লেখ না করেও মোদি বলেন, সম্প্রসারণবাদ নয়, উন্নয়নই পররাষ্ট্রনীতিতে লাভ বয়ে আনে। তিনি সম্প্রসারণবাদকে ১৮ শতকের ধ্যান ধারণা বলে অভিহিত করে বলেন, জাপানে এসেছি বাণিজ্যের সুবিধা দিতে ও নিতে। মোদির জাপান সফরকালে দেশটির সঙ্গে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় ‘টু প্লাস টু’ অবয়ব পাচ্ছে যা যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স ও অষ্ট্রেলিয়ার সঙ্গে জাপানের ইতিমধ্যে গড়ে উঠেছে।
মোদির সফরকালে ভারতে পারমাণবিক প্রযুক্তি রফতানির ই”ছা প্রকাশ করেছে জাপান। এছাড়া উচ্চ প্রযুক্তির হাইব্রিড গাড়ি ও মোবাইল ফোন সেট তৈরিতে দুটি দেশ যৌথ বিনিয়োগে রাজি হয়েছে। টোকিওতে ১৩৬ বছরের একটি বিদ্যালয় পরিদর্শন করেন নরেন্দ্র মোদি। তিনি নিজেকে ওই বিদ্যালয়ের সবচেয়ে বয়স্ক ছাত্র হিসেবে পরিচয় দেন। বিদ্যালয়টির শিক্ষার্থীরা মোদির আগমনে গান গেয়ে ওঠে এবং তারা জাপানি কায়দায় ভারতের প্রধানমন্ত্রীকে মস্তক অবনত করে সম্ভাষণ জানালে মোদিও তার প্রতিউত্তর দেন।
সূত্র: এনডিটিভি থেকে অনুবাদ

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া