adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্রীড়াঙ্গনের নেতৃত্ব দুর্নীতিবাজদের হাতে

ডেস্ক রিপোর্ট  : যোগ্য নেতৃত্ব বাদ দিয়ে দলীয় ও দুর্নীতিবাজদের হাতে নেতৃত্ব চলে গেছে ক্রীড়াঙ্গনের। ফলে একের পর এক পরাজয় মেনে নিতে হচ্ছে প্রতিটি খেলাধুলায়। এভাবে চলতে থাকলে ক্রীড়ামোদীরা খেলা থেকে মুখ ফিরিয়ে নেবে। আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এভাবেই বর্তমান ক্রীড়াঙ্গনের পরিস্থিতি তুলে ধরেন বক্তারা। চীনের নানজিংয়ে অনুষ্ঠিত এশিয়ান ইয়ুথ গেমস এ ভরাডুবি ও ক্রীড়াঙ্গনে লুটপাটের বিরুদ্ধে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে সেভ দ্যা স্পোর্টস। এ সময় দুর্নীতি ও স্বজনপ্রীতিমুক্ত ক্রীড়াঙ্গন গড়ে তোলার দাবি জানান তারা। ক্রীড়াঙ্গনে সঠিক ক্রীড়ানীতি, পরিকল্পনার অভাব ও প্রশাসনে দুর্নীতিবাজ মানুষ থাকার কারণে ক্রীড়াঙ্গন ধ্বংস হতে চলেছে অভিযোগ করে বক্তারা বলেন, যোগ্য নেতৃত্ব বাদ দিয়ে দলীয় ও দুর্নীতিবাজদের হাতে নেতৃত্ব চলে যাওয়ায় অনেক বড় সংকটে পড়েছে দেশের জনপ্রিয় খেলাগুলো। সংবাদ সম্মেলনের শুরুতে লিখিত বক্তব্য পাঠ করেন আয়োজক সংগঠনের মহাসচিব দিলদার হোসেন দিলু। এ সময় তিনি সম্প্রতি এশিয়ান গেমসে পাঁচটি ইভেন্টে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন যে টিম পাঠায় তার কঠোর সমালোচনা করে বলেন, এসএ গেমসে আরচারি কোনো সফলতা দেখাতে না পারলেও আবার তাকে এশিয়ান ইয়ুথ গেমছে পাঠানো হচ্ছে। অথচ গত এসএ গেমসে যারা সফলতা দেখিয়েছে তাদের পাঠানো হচ্ছে না। সংবাদ সম্মেলনে ইয়ুথ গেমসের মতো ছোট ছোট গেমসগুলোতে সম্ভাববনাময় ইভেন্টগুলোকে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে তৈরির আহ্বান জানানো হয়। বক্তারা অভিযোগ করে বলেন, দেশসেরা ক্যারম খেলোয়াড় যারা বিশ্ব রেংকিংয়ে বাংলাদেশকে তিন নম্বরে নিয়ে এসেছে তাদের অবহেলা করছে অযোগ্য কর্মকর্তারা। এই অযোগ্য নেতৃত্বের কারণে চারজন দেশসেরা হকি খেলোয়াড় হকি থেকে বহিষ্কৃত। চারটি ক্লাবকে বাদ দিয়ে হকি খেলা চলে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের চেয়ারম্যান জাকারিয়া পিন্টু, কো-চেয়ারম্যান কবির খোকন প্রমুখ।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া