adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জমি বেচে শ্রমিকদের বেতন দিলেন দেলোয়ার

তাজরীনের মালিক দেলোয়ার হোসেন {focus_keyword} জমি বেচে শ্রমিকদের বেতন দিলেন দেলোয়ার delwar e1406827411391ডেস্ক রিপোর্ট : গাজীপুরে নিজের বাংলো বাড়ি বিক্রি করে তোবা গ্র“পের পাঁচটি কারখানার ১২শ শ্রমিককে জুলাই মাসের বেতন ও ভাতা পরিশোধ করলেন গ্র“পের মালিক দেলোয়ার হোসেন। প্রায় আড়াই কোটি টাকা মূল্যের বাড়িটি তিনি বিক্রি করেছেন ১ কোটি ৮০ লাখ টাকায়।
এ ব্যাপারে বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম বলেন, ‘আজ রাত ১০টা পর্যন্ত ১২শ’ শ্রমিককে জুলাই মাসের বেতন ও ভাতা দেয়া হয়েছে।’
এর আগে বিজিএমইএর শ্রম কল্যাণ সংক্রান্ত কমিটির সভাপতি আহাদ আলী আনসারী জানান, রোববার বেলা ২টার দিকে বিজিএমইএর কার্যালয়ে বকেয়া বেতন দেয়া শুরু করে মালিকপক্ষ। সন্ধ্যা ৬টা পর্যন্ত এক হাজারের বেশি শ্রমিককে বকেয়া পরিশোধ করা হয়েছে।
তিনি আরো জানান, জুলাই মাসের বেতন ও ভাতা পাবেন তোবার পাঁচ কারখানার ১ হাজার ৪১৫ শ্রমিক। রাত ১০টা পর্যন্ত বেতন ও ভাতা দেয়া হয়।
তোবার গ্র“পের পাঁচটি কারখানা হলো- তোবা ফ্যাশন, বুকশান গার্মেন্ট, তাইফ ফ্যাশন, তোবা টেক্সটাইল ও মিতা ডিজাইন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া