adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘বুদ্ধিমান’ আসবাব – চাইলেই বদলে যাবে

ডেস্ক রিপোর্ট : ভাবুন তো যে চেয়ারটিতে আপনি বসে আছেন, চাইলেই তা সোফা হয়ে যাচ্ছে। আবার প্রয়োজন শেষে জায়গা দখল করে থাকছে না। যদি চাইলেই আপনার আসবাব হেঁটে এক ঘর থেকে অন্য ঘরে চলে যেত?

অবাক হবেন না। এমনই আসবাব উদ্ভাবন করতে যাচ্ছে সুইস ফেডারেল ইনস্টিটিউট অব টেকনোলজি (ইপিএফএল)। ইপিএফএল’র বায়োরোবটিক্স ল্যাব আপনার বাসা বা অফিসের জন্য এমন একটি রোবটিক আসবাব ‘রুমবোটস’ তৈরি করতে যাচ্ছে যা চাওয়া অনুযায়ী একাই ভিন্ন আকৃতির আসবাবে রূপ নেবে।

প্রয়োজন অনুযায়ী একাই আকৃতি ও কার্যকারিতা বদলে ফেলতে পারে বলে এটাকে বুদ্ধিমান আসবাব বলেও দাবি করছেন ল্যাবের পরিচালক অক ইজপির্ট। 

তিনি বলেন, আমদের মূল লক্ষ্য এমন একটি আসবাব তৈরি করা যা একাধিক কাজে ব্যবহার করা যাবে। ইতোমধ্যে যে পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি তা চেয়ার-টেবিল সবই হতে পারবে।
কোনো ধরনের তার ছাড়াই এটি সংযুক্ত করা হয়। দুটি ডাইস একত্রিত হয়ে এর আকৃতি গঠিত হবে। ব্যাটারিচালিত তিনটি মোটরের মাধ্যমে এটি একাই আকৃতি পরিবর্তন করবে। তবে বাসার জন্য নকশার সংখ্যা খুবই কম রাখা হবে। বা-নি

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া