adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ছেলে ঘুমোচ্ছে’- চারদিন ধরে মৃত সন্তানের দেহ আগলে মা

ডেস্ক রিপোর্ট : চারদিন ধরে ছেলের মৃতদেহ কাপড় চাপা দিয়ে পাহারা দিচ্ছেন ‘উন্মাদ' মা৷ স্বস্নেহে ছেলেকে আগলে রেখেছেন৷ প্রতিবেশীরা এসে দেহটি দেখার চেষ্টা করলে তিনি রেগেও যাচ্ছেন৷ বলছেন, ছেলের জ্বর হয়েছে৷ ছেলে ঘুমোচ্ছে৷ কেউ যেন বিরক্ত না করে৷ 
কলকাতার হাওড়ার শ্যামপুরের আলপিনা গ্রামের ঘটনা৷ মানসিকভাবে প্রতিবন্ধী মায়ের নাম পারুল মাইতি৷ ঘরের মধ্যেই রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে পারুলদেবীর ছেলে নিমাই মাইতির (৩০)। টানা চারদিন ধরে মৃত ছেলেকে বুকে করে আগলে রেখেছেন মা, মর্মান্তিক এই ঘটনাটি প্রত্যক্ষ করলেন আলপিনা গ্রামের বাসিন্দারা। বৃহস্পতিবার রাতে পুলিশ এসে নিমাইয়ের মৃতদেহটি উার করে ময়নাতদন্তে পাঠিয়েছে৷ নিমাইয়ের শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি৷ তাহলে কীভাবে বছর তিরিশের ওই যুবকের মৃত্যু হল তা নিয়ে রহস্য দানা বেঁধেছে৷ ছেলের মৃত্যুর ঘটনার সঙ্গে মায়ের কোনও যোগাযোগ আছে কি না সেটাও খতিয়ে দেখছে পুলিশ৷ 
শ্যামপুরের আলপিনা গ্রামে মানসিক প্রতিবন্ধী মাকে নিয়েদীর্ঘদিন ধরেই থাকতেন নিমাই মাইতি৷ একচিলতে ঘর৷ কোনওরকমে সংসার চলত পেশায় মত্স্যজীবী নিমাইয়ের৷ রূপনারায়ণ নদ থেকে মাছ ধরে তা বিক্রি করে নিজের ও মায়ের পেট চালাতেন তিনি৷ পুলিশ ও স্থানীয়  সূত্রে জানা গিয়েছে, রোববার থেকে নিখোঁজ হয়ে যান নিমাই৷ স্থানীয় বাসিন্দাদের কথায়, মা পারুলদেবীকে দেখা গেলেও নিমাইকে দেখা যাচিছল না৷ পারুলদেবীর প্রতিও কোনও অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়নি৷ প্রতিবেশীরা ভেবেছিলেন নিমাই হয়তো কোনও কাজে গিয়েছেন৷ এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় নিমাইয়ের ঘর থেকে দুর্গন্ধ বেরতে থাকে৷ প্রতিবেশীরা দুর্গন্ধ পেয়ে ঘরে ঢুকেই দেখেন সেই মর্মান্তিক দৃশ্য৷ ঘরের মধ্যে একটি চৌকির উপর নিমাইয়ের মৃতদেহটি পড়ে রয়েছে৷ প্রচণ্ড দুর্গন্ধ বেরচ্ছে৷ ছেলের দেহটি নিজের একটি কাপড় চাপা দিয়ে ঢেকে রেখে পাহারা দিচেছন মা পারুলদেবী৷ 
প্রতিবেশীদের দেখে তিনি মুখে আঙুল দিয়ে ইশারা করছেন সকলকে চুপ করে থাকার জন্য৷ বলছেন, ছেলের জ্বর হয়েছে৷ এইমাত্র ঘুমিয়েছে৷ কেউ যেন তাকে বিরক্ত না করে৷ এরপর প্রতিবেশীরা নিমাইয়ের গা থেকে কাপড় সরানোর চেষ্টা করলেও বাধা দেন মা৷ তখন প্রতিবেশীরা খবর দেয় পুলিশে৷ মানসিক ভারসাম্যহীন পারুলদেবীর বোধগম্যের বাইরে ছিল যে ছেলে বেঁচে নেই৷ এই নির্মম বাস্তবটা তাকে স্পর্শ করতে না পারলেও পারুলদেবীর মধ্যে থেকে কিন্তু মাতৃ স্নেহ লোপ পায়নি৷ 
তাই মৃত সন্তানকে বুকে করে স্বস্নেহে আঁকড়ে ধরে রেখেছেন৷ পুলিশও অনেক কষ্টে পারুলদেবীকে মৃত ছেলের কাছ থেকে সরায়৷ বাড়ির মধ্যে ঠিক কীভাবে নিমাইয়ের মৃত্যু হল তা নিয়ে দ্বন্দ্বে পুলিশও৷ পুলিশের বক্তব্য, ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ জানা যাবে৷

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া