adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঈদ অনেক দূর – অগ্রিম টিকিট উধাও

67867_yiu2558_44591নিজস্ব প্রতিবেদক: ঈদ উপলক্ষে  বাসের অগ্রিম টিকিটের বেশির ভাগই উধাও হয়ে গেছে। সোমবার থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। মঙ্গলবার দ্বিতীয় দিনেই অধিকাংশ টিকিট উধাও হয়ে যায়। সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঈদের আগের চার দিনের কোনো টিকিট পাওয়া যাচ্ছে না। এছাড়া অন্য দিনগুলোরও টিকিট মিলছে না। যাত্রীরা আসছেন আর হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। এতে চরম দুর্ভোগে পড়েছেন ঈদে ঘরমুখো মানুষরা। যাত্রীদের মাঝে বিরাজ করছে ক্ষোভ আর অসন্তোষ।
মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত গাবতলী, মহাখালী, কল্যাণপুরের বাস কাউন্টারগুলোতে সরেজমিনে গিয়ে এ চিত্র দেখা যায়। বাস কর্তৃপক্ষের দাবি, মাত্র কয়েকদিনের টিকিট ব্যতীত ইতোমধ্যেই প্রায় সব দিনের টিকিট বিক্রি হয়ে গেছে। ফলে এ ব্যাপারে তাদের কিছুই করার নেই।
 
গাবতলী :
গাবতলীর হানিফ বাস সার্ভিসের প্রোডাকশন জেনারেল ম্যানেজার (জিএম) মোশারফ হোসেন বলেন, সিদ্ধান্ত অনুযায়ী টিকিট বিক্রি শুরু হয়েছে ১৪ জুলাই সোমবার থেকে। চলবে আগামী ১৯ জুলাই পর্যন্ত। গাবতলীর এই কাউন্টার থেকে শুধুমাত্র উত্তরাঞ্চলের নন-এসি বাসের টিকিট বিক্রি হচ্ছে। মঙ্গলবার ছিল অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিন। ইতোমধ্যে মোট টিকিটের ৬০ শতাংশ বিক্রি হয়ে গেছে। এখানে এক দিনে প্রায় ১০ হাজার টিকিট বিক্রি হচ্ছে। উত্তরাঞ্চলের উদ্দেশ্যে প্রতিদিন মোট ১৬টি র“টে বাস চলাচল করে। গড়ে ২৫০টি ট্রিপ ছাড়ার কথা।
হানিফ কাউন্টারের অগ্রিম টিকিট কাটতে আসা ঠাকুরগাঁওগামী মাসুদ রেজা নামের এক যাত্রী অভিযোগ করে বলেন, ‘ঈদে বাড়ি ফেরা উপলক্ষে আগামী ২৩ জুলাইয়ের সকাল ১০টার ট্রিপের টিকিট কাটা হয়েছে। টিকিটের দাম তুলনামূলক বেশিই নেওয়া হচ্ছে। সাধারণত নিয়মিত ভাড়া ৬০০ টাকা থাকার কথা থাকলেও অগ্রিম টিকিটে নেওয়া হচ্ছে ৮৫০ টাকা। টিকিট প্রতি ২৫০ টাকা বেশি নেওয়া হচ্ছে। প্রমাণ স্বরূপ তিনি উল্লেখ করেন গত ১০ জুলাই তার আত্মীয় ৬০০ টাকা দিয়েই ভ্রমন করেছিলেন।
 
তিনি আরো বলেন, ‘ঈদ উপলক্ষে দাম একটু-আধটু বেশি হতে পারে । কিš‘ এতো বেশি ভাড়া প্রদান করা নিম্নবৃত্ত বা নিম্নমধ্যবৃত্ত শ্রেণির যাত্রীদের জন্য জুলুম হয়ে যায়।’
 
তিনি বলেন, ‘আমি মাত্র ৮ হাজার টাকা বেতনে চাকরি করি। পরিবারে ৫ জন সদস্য। এমন অবস্থায় পরিবহনে বাড়ি ফিরতে আমার ব্যয় হচ্ছে প্রায় ৫/৬ হাজার টাকা।’
 
তিনি আরো বলেন, এতগুলো টাকা বাসের ভাড়া বাবদ ব্যয় করে বাড়ি ফেরা লাগলে অন্যান্য খরচের টাকাগুলো আসবে কোথা থেকে। বিশেষ করে ঈদ উপলক্ষে পরিবারের শিশুদের জন্য মার্কেট খরচ। বৃদ্ধ বাবা-মায়ের খরচসহ ইত্যাদি।’
এদিকে একই কাউন্টারে অগ্রিম টিকেট কাটতে আসা আরেক যাত্রী বলেন, ‘সাংবাদিক ভাই এখন রিপোর্ট করে কি হবে? তারা তো আমাদের কাছ থেকে বাধ্যতামূলকভাবে ভাড়া বেশি নিচ্ছে। ভাড়া বাড়ালে কি আর ঠেকানো সম্ভব? তারা বলছে টিকিট সংখ্যা সীমিত, এই দামে সম্ভব হলে টিকিট নেন। নয়তো কিছু করার নেই।
 
একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন মনজুরুল হাসান নয়ন। তিনি অভিযোগ করে বলেন, ‘আগামী ২৫ তারিখ সকালের ট্রিপে পঞ্চগড়ে যাওয়ার উদ্দেশে টিকিট কাটা হয়েছে। তার কাছ থেকেও ৮৫০ টাকা করে রাখা হয়েছে। যার প্রকৃত ভাড়া হওয়ার কথা ছিলো ৬০০ টাকা।’
 
তবে তিনি বলেন, ‘ঘটনাস্থলে গণমাধ্যমের উপস্থিতি দেখে হয়তো কাউন্টার কর্তৃপক্ষ অগ্রিম কিছু টিকিট বিক্রি করছে। কারণ সুযোগ পেলেই কাউন্টার বা বাস ট্রিপর কিছু অসাধু লোকজন অনেকগুলো অগ্রিম টিকিট নিজেরা সংগ্রহ করে কালো বাজারি করে। তারা প্রতি টিকিটের মূল্য ১০০০ থেকে শুরু করে ১২০০ টাকা পর্যন্ত আদায় করে।’
 
দিনাজপুরের ছেলে বিশ্ববিদ্যালয় ভর্তি”ছু দূর্জয় বলেন, ‘তিনি দিনাজপুর ফুলবাড়িয়ায় যাওয়ার জন্য আগামী ২৪ তারিখ সকালের জন্য টিকিট কেটেছি। এই রুটে লিগ্যাল ভাড়া ৫০০ থেকে ৫৫০ টাকা। সেখানে নেওয়া হচ্ছে ৬৩০ টাকা করে।’
 
মেডিকেলের এক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, আগামী ২৭ তারিখের কোনো অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে না। তিনি পঞ্চগড়ের অটোয়ারীতে যাওয়ার জন্য টিকিট কাটতে এসেছিলেন। রাজধানীতে মেসে থাকা বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু আরেক শিক্ষার্থী হাবিব বলেন, ‘দিনাজপুরের সেতাবগঞ্জে যাওয়ার জন্য ২৫ জুলাই রাতের টিকিট কেটেছি। টিকিটের মূল্য ৫০০ টাকা রাখার কথা থাকলেও ৬৭০ টাকা রাখা হয়েছে।
উত্তরাঞ্চলে যাত্রী সেবাদানকারী উল্লেখ্য বাস পরিবহন ছাড়াও শ্যামলী, নাবিলসহ আরো কয়েকটি বাস পরিবহনে একই অবস্থা বিরাজ করছে। দিনাজপুরে গমনেচ্ছু যাত্রী বেসরকারি চাকরিজীবী বিপ্লব জানান, দুদিন যাবত অফিস থেকে ছুটি নিয়ে হানিফ, শ্যামলী, নাবিলসহ সবকটিতে হন্যে হয়ে ঘুরছি। কিন্তু ২৪ জুলাই থেকে ২৮ জুলাইয়ের কোনো টিকিট পাওয়া যাচ্ছে না।’
তিনি বলেন, ‘পরিবহনের লোকজন কালোবাজারি করে। আবার তারা তাদের পরিচিত লোকদের টিকিট দি”েছ। ফলে পরিবহন সেক্টরে যাদের পরিচিত লোক নেই তারা চরম ভোগান্তিতে পড়ছে। যাত্রীদের এমন অভিযোগের ব্যাপারে হানিফ পরিবহনের জিএম মোশারফ হোসেন বলেন, ‘টিকিট শেষ হয়ে গেলে আমদের কিছুই করার নেই। তাছাড়া টিকিটের মূল্য স্বাভাবিক রয়েছে।’
তবে টিকিট প্রতি ২০০/২৫০ টাকা বেশি নেওয়া হচ্ছে এমন প্রমাণ দেখালে তিনি কোনো কথা বলেননি। শেষ দিকে তিনি বলেন,‘ ঈদ মৌসুমে এটাই স্বাভাবিক।’
 
মহাখালী : অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিন (১৫ জুলাই) মঙ্গলবার বিকেল মখাখালীর এনা, টিআর, এসআর, একতা বাস পরিবহন সার্ভিসসহ কয়েকটি কাউন্টারে গিয়ে দেখা যায় আরো বেহাল দশা। এখানে কোনো অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে না যাত্রীদের। তবে কালোবাজারির মাধ্যমে অগ্রিম টিকিট বিক্রি করছে এক শ্রেণির অসাধু লোক। তবে এক্ষেত্রেও শর্ত জুড়ে দিয়েছেন তারা। তাহলে টিকিট নেওয়ার জন্য অবশ্যই লবিংয়ের মাধ্যমে আসতে হবে।
 
টিআর সার্ভিসে অগ্রিম টিকিট নিতে আসা আহসান উল্লাহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দুই বন্ধু রানা ও জিহান অভিযোগ করে বলেন, সোমবার থেকে তারা কাউন্টারে নিয়মিত আসছেন। কিন্তু কাউন্টারের লোকজন তাদেরকে অগ্রিম টিকিটের ব্যাপারে বলেছে- এখান থেকে কোনো অগ্রিম টিকিট দেওয়া হয় না। দেওয়া হলে জানানো হবে।’
এদিকে টিআর সার্ভিসের কাউন্টার মাস্টার স্বপন জানান, ‘অগ্রিম টিকিট এখানে বিক্রি হচ্ছে না।
 ১৪ জুলাই থেকে অগ্রিম টিকিট বিক্রয়ের কথা থাকলেও কেন বিক্রি করা হচ্ছে না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা মালিক সমিতির লোকজন জানেন। বিশ্ববিদ্যালয় ছাত্র রানা আরো জানান, ‘তিনি কল্যাণপুরের টিআর কাউন্টারে গিয়েও ২৩, ২৪ অথবা ২৫ তারিখের টিকিট পাননি। তবে মহাখালীতে ২১ ও ২২ তারিখের অগ্রিম টিকিট বিক্রি হ”েছ বলে জানান তিনি।
এনা পরিহন কর্তৃপক্ষের একজন মাহবুবুর রহমান জানান, ‘অগ্রিম টিকিটের ব্যাপারে আগামী ১৯ জুলাই সিদ্ধান্ত হবে।
আরেক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হৃদ্ধিতা অভিযোগ করে বলেন, ‘ঈদ উপলক্ষে বগুড়া গ্রামের বাড়ি যাওয়ার জন্য ২৪ জুলাইয়ের টিকিট অগ্রিম নেওয়ার জন্য এসেছিল। কিন্তু কাউন্টার থেকে কোনো অগ্রিম টিকিট দিচ্ছে না। অথচ পরিবারের সঙ্গে ঈদ করতে যে করেই হোক বাড়ি যেতেই হবে। এদিকে বগুড়া, নওগাঁ ও গাইবান্ধা পরিবহন সেবা দানকারী একতা পরিবহনের কাউন্টারে চলছে স্বজন প্রীতি।
নাম প্রকাশ না করার শর্তে বিভিন্ন তারিখের অগ্রিম টিকিট নেওয়া কাউন্টার ম্যানেজারের এক স্বজন জানান, ‘ভাই সব কাউন্টারে এমনটি চলছে। কি করার। আমিতো টিকিটের কথা গত ৯ জুলাই বলে রেখেছি। তাই আজ নিতে আসলাম।
এমতাবস্থায় টিকিট কালোবাজারি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী যাত্রীরা।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া