adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট করছে ভারত

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের অন্যতম দাবিদার ভারতের বিপক্ষে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। অ্যারন ফিঞ্চ নেতৃত্বাধীন দলটিকেও এবারের বিশ্বকাপের ফেবারিটদের তালিকায় রাখা হয়েছে। অর্থাৎ রোববার হাড্ডাহাড্ডি লড়াইয় দেখতে চলেছে ক্রিকেট বিশ্ব।

ভারত প্রথম ম্যাচ জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। অন্য দিকে পর পর দুই ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে রয়েছে অজিরাও।
পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার হয়ে প্রথম ম্যাচে দলের হাল ধরেন ডেভিড ওয়ার্নার। দ্বিতীয়টিতে অজিদের খাদের কিনারা থেকে টেনে তুলে জয় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন স্টিভ স্মিথ। দলটির দুই সিনিয়র সদস্য এক বছর নিষিদ্ধ ছিলেন। বিশ্বকাপ দিয়েই জাতীয় দলের ফিরেছেন স্মিথ-ওয়ার্নার।

ব্যাটসম্যানদের পাশাপাশি শক্তিশালী বোলিং লাইন-আপ নিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করেছে ভারত। ব্যাট হাতে বিরাট কোহলি-রোহিত শর্মাদের পাশাপাশি বোলারদের মধ্যে রয়েছেন জসপ্রিত বুমরাহ ও ভুবেনেশ্বর কুমাররা।
লন্ডনের ওভালে এদিন টস জেতার পর ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।
দুই দলের অধিনায়কই জানিয়েছেন একাদশে কোনও পরিবর্তন ছাড়াই নেমেছেন তারা।
ভারত একাদশ

রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, কেদায় যাদব, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব ও যুবেন্দ্র চাহাল।
অস্ট্রেলিয়া একাদশ
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিস, অ্যালেক্স কেরে (উইকেট রক্ষক), নাথান কোল্টার-নিল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও অ্যাডাম জাম্পা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
June 2019
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া