adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্নায়ু বিজ্ঞানীদের আবিষ্কার – বিরক্তিকর ১০টি শব্দ

barulhobডেস্ক রিপোর্ট : আচ্ছা, আপনার শোনা সবচাইতে বিরক্তিকর শব্দ কোনটি? এমন কী শব্দ আছে যেটা শুনলে আপনার অসহ্য বোধ হয়? একটি ড্যাশবোর্ডের উপর খনখন শব্দ,প্লেটে কাটা চামচের ঘষার শব্দ বা কোন পোকার চি-চি শব্দ প্রায় অনেক সময়ই আমাদের বিরক্তের কারণ হয়ে দাঁড়ায়। অনেকে দেয়া নখ ঘষার সামান্য শব্দেও প্রবল বিরক্তি হয়। অর্থাত শব্দের প্রতি সংবেদনশীল হওয়া আসলে মোটেও বিচিত্র কিছু নয়।
আমেরিকার স্নায়ুবিজ্ঞানীরা মানব জীবনের সবচেয়ে বিরক্তিকর বা অপ্রীতিকর শব্দ খুঁজে বের করেছেন। সম্প্রতি একটি সায়েন্স জার্নালে নিবন্ধটি প্রকাশিত হয়। বিজ্ঞানীরা এই গবেষণার জন্য মোট ৭৪ টি শব্দের নমুনা নেন।সেখানে বিজ্ঞানীরা, functional magnetic resonance imaging (fMRI) এর পরিমাপক পদ্ধতিতে মানব মস্তিষ্কে শব্দের তিব্রতা গ্রহনের ক্ষমতার উপর গবেষণা করেন।
সেই গবেষনা থেকেই বের হয়ে আসে মানুষের কানে দশটি বিরক্তিকর শব্দ। আসুন জেনে নিই সেই দশটি শব্দ সম্পর্কেঃ
১০)বৈদ্যুতিক ড্রিলের শব্দ
৯)শিশুর কান্নার শব্দ
৮)সাইকেলের ক্রিং ক্রিং শব্দ
৭)একটি ডিস্ক চূর্ণ করার শব্দ
৬)মহিলার কান্নার শব্দ
৫)ব্ল্যাকবোর্ডে নখ দিয়ে লেখার শব্দ
৪)বোতলের উপর রোলার এর শব্দ
৩)ব্ল্যাকবোর্ডের উপর চক দিয়ে লেখার শব্দ
২)একটি কাচের গ্লাস ভেঙে যাবার শব্দ
১)একটি বোতলের উপর ছুরি ঘষার শব্দ
এর বাইরেও বিরক্তি উৎপাদন কররা মত অসংখ্য শব্দ আছে। তবে এগুলো তালিকার শীর্ষে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া