adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সেরেনার বিদায়ে মাশার আশা

স্পোর্টস ডেস্ক : 'ঘাতক' বিদায় নিয়েছেন। তাই আশা দেখছেন মারিয়া শারাপোভা (মাশা)। ১৭ বছর বয়সে প্রথম উইম্বলডন জেতার ১০ বছর পর ফের উইম্বলডন জেতার সম্ভাবনা মাশার। আর সেরেনা উইলিয়ামস ছিটকে যাওয়ায় অনেকেই মনে করছেন শারাপোভা ফের চ্যাম্পিয়ন হতে পারেন।
শুধু কি সেরেনার ছিটকে যাওয়া? মাশার ফর্মটাও যে দুরন্ত এই বছর। চতুর্থ রাউন্ডে উঠতে মাত্র সাতটি গেম খুইয়েছেন৷ কিন্তু সেরেনা-শারাপোভা মুখোমুখি মানেই যেন আমেরিকান তারকার দাপাদাপি৷ ১৬-২ রেকর্ড সেরেনার পক্ষে৷ আর শারাপোভার দুটো জয়ই এসেছিল ২০০৪ সালে৷ তার একটা এই উইম্বলডনের ফাইনালেই৷
তৃতীয় রাউন্ডে অ্যালিসন রিস্কের বিরুদ্ধে টানা ১১টি গেম জিতে চতুর্থ রাউন্ডে মাশা। জেতার পর তার বক্তব্য, 'এই নিয়ে দ্বিতীয়বার চেষ্টা করছি। খুবই কঠিন। তবে যে ভাবে এগোচ্ছি তাতে খুশি।
শারাপোভার এই খুশি থাকাতে তার ভক্তরাও খুশি৷ তারা চাইছেন, অল ইংল্যান্ড ক্লাবেই মাশার হাতে উঠুক ছ'নম্বর গ্র্যান্ড স্লাম। 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া