adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৬০২ কোটি টাকা টেলিটকের লোকসান

image_97290_0নিজস্ব প্রতিবেদক : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী জানিয়েছেন, গত অর্থবছরে টেলিটক ৬০২ কোটি টাকা লোকসান গুনেছে।
মঙ্গলবার দশম জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশনে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগমের এক প্রশ্নের জবাবে এ তথ্য দেন।
মমতাজ বেগমের প্রশ্নের জবাবে আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, রাষ্ট্রায়ত্ত্ব টেলিফোন সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ২০১২-১৩ অর্থবছরে অপারেটিং লোকসানের পরিমাণ ৬০২ কোটি ৯০ লাখ টাকা।
চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মিজারুল আলমের বাংলাদেশের মোবাইল কোম্পানির মধ্যে বিদেশি কোম্পানির বিনিয়োগ সংক্রান্ত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বাংলাদেশের মোবাইল কোম্পানিগুলোর মধ্যে বিদেশি কোম্পানির বিনিয়োগের পরিমাণ মোট ৬৫ হাজার ৮৯ কোটি ৯৬ লাখ টাকা (২০০১-২০১৪ মার্চ পর্যন্ত)।
মন্ত্রী জানান, এর মধ্যে সবচেয়ে বেশি বিনিযোগ করেছে গ্রামীণফোন বাংলাদেশ লিমিটেড ২৪ হাজার ৯ কোটি ৫০ লাখ টাকা। এছাড়া বাংলালিংক ডিজিটাল কমিনিউকেশন লিমিটেড (বাংলালিংক) ১৬ হাজার ১৯৬ কোটি চার লাখ টাকা, অজিয়েটা বাংলাদেশ লিমিটেড (রবি) ১২ হাজার ৮০২ কোটি ৭০ লাখ, এয়ারটেল বাংলাদেশ লিমিটেড ১১ হাজার ৪২ কোটি এবং প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড এক হাজার ৩৯ কোটি ৭২ লাখ টাকা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া