adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাত ট্রাক নিয়ে ফেরিডুবি

image_86976_0ডেস্ক রিপোর্ট : গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার কালনা ফেরিঘাটে (নড়াইল-যশোর-ঢাকা সড়কের) মধুমতি নদীতে সাতটি ট্রাক নিয়ে একটি ফেরি ডুবে গেছে।
ফেরিটি দ্রুত পাড়ে আনার চেষ্টা করা হলেও পাম্প মেশিন নষ্ট হয়ে যাওয়ায় ডুবে যায় ফেরিটি। কাশিয়ানী উপজেলার কালনা ফেরিঘাটে বৃহস্পতিবার ভোর রাত ৪টার দিকে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিক কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ উদ্ধার কাজ শুরু করেছে বলে জানা গেছে। সড়ক ও জনপথ নির্বাহী প্রকৌশলী (গোপালগঞ্জ) সমীরন রায় বলেন, প্রয়োজনীয় সরঞ্জাম এলেই ফেরিঘাটের ডুবে যাওয়া ৭টি ট্রাক উদ্ধার কাজ শুরু হবে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ও স্থানীয়রা জানান, মালবাহী ৭টি ট্রাক ও ৩টি পিকআপ ভ্যান ফেরিতে করে মধুমতি নদী পার হচ্ছিল। ফেরিটি কালনা ঘাটের পশ্চিম পন্টুনে ভিড়লে ৩টি পিকআপ ভ্যান পাড়ে উঠলেও ৭টি ট্রাক নিয়ে ফেরিটি ধীরে ধীরে ডুবতে থাকে। এ সময় চালকরা সাঁতরে নদীর পাড়ে উঠতে সক্ষম হয়।
তিনি আরো জানান, ফেরিটি পুরাতন হয়ে যাওয়ায় নিচের অংশ ফেটে গিয়ে ভিতর পানি ওঠায় ও অতিরিক্ত চাপে এ ঘটনা ঘটে। উদ্ধার কাজ চলছে। তবে কেউ নিখোঁজ হননি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া