adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকায় হঠাৎ অসুস্থ কম্বোডিয়ার প্রধানমন্ত্রী

কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন নিজস্ব প্রতিবেদক : হঠাৎ অসুস্থতা বোধ করছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন। এ জন্য মঙ্গলবার সকালে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে তার পূর্বনির্ধারিত বৈঠক স্থগিত করা হয়েছে।
এদিকে তার অসুস্থতার কথা শুনে মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে হোটেল সোনারগাঁয়ে দেখা করতে যান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ১০টা ৫০ মিনিটের দিকে হোটেল ত্যাগ করেন প্রতিমন্ত্রী।
এ সময় প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, সোমবার কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের সৌজন্যে এফবিসিসিআই’র ডিনার ছিলো। সোমবার রাত থেকে তিনি (হুন সেন) অসুস্থ বোধ করছেন। তবে তার অসুস্থতা গুরুতর কিছু না।
তিনি বলেন, তার অসুস্থতা বোধ করার জন্য সকালে আমার এবং বাণিজ্যমন্ত্রীর সঙ্গে কর্মসূচি বাতিল করা হয়েছে। তবে দিনের অন্য কর্মসূচি অব্যহত থাকবে।
বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন বলে শাহরিয়ার আলম জানান। এর আগে সোমবার সকাল ৯টা ৫০মিনিটে একটি বিশেষ বিমানে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন হুন সেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান বন্দরে তাকে স্বাগত জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, এ সফরে দ্বি-পক্ষীয় সম্পর্ক জোরদারে দু’দেশের মধ্যে তিনটি চুক্তি এবং একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে যাচ্ছে।
তিন চুক্তি হচ্ছে- উন্নয়ন এবং বিনিয়োগ সুরক্ষা, দুই দেশের মন্ত্রী পর্যায়ের নিয়মিত বৈঠক এবং সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক। এছাড়া কৃষিখাতে সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের কথাও রয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া