adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সবাই দেখলো ছায়াশূন্য পবিত্র কাবা শরীফ

আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র মক্কা নগরীতে ২৮ মে বুধবার দুপুর ১২টা ১৫ মিনিট। এসময় পবিত্র কাবা শরীফের সঙ্গে সরাসরি একই লাইনে অবস্থান নেয় সূর্য। সূর্যের কেন্দ্রবিন্দুটি এই সময় কাবার ঠিক ওপরে উঠে আসে। ফলে ছায়াশূন্য হয়ে যায় পবিত্র কেবলা ঘর। 
সংক্ষিপ্ত সময়ের জন্য হলেও পবিত্র এই মসজিদ ঘরের কোনো দিকে তখন কোনো ছায়া ছিলো না। পবিত্র কাবা শরীফের সামনে এসময় উপস্থিত থেকে ছায়াশূন্য কাবা ঘর নিজের চোখে দেখেন শত শত মানুষ। 
পরে তারা কাবার শরীফের চারদিক ঘিরে নামাজ আদায় করেন। 
সূর্যের এই অবস্থানকে ‘ছায়াশূন্য (জিরো শ্যাডো)’ অবস্থা বলেই চিহ্নিত করেন মহাকাশ বিজ্ঞানীরা। বছরে অন্তত দুইবার পবিত্র মক্কা নগরীর ক্ষেত্রে এই ঘটনাটি ঘটে।
গবেষকরা জানান, পবিত্র কাবা ঘরটি বিষুব রেখা ও কর্কটক্রান্তির মাঝখানে অবস্থিত হওয়ার কারণেই এমনটা ঘটে। ২৮ মে ছাড়াও প্রতিবছর ১৬ জুলাই তারিখেও একই ঘটনা ঘটে বলে জানান তারা।
পৃথিবীর অক্ষরেখায় সূর্য ২৩.৫ ডিগ্রি কৌণিক অবস্থান নিয়ে বিষুব রেখার উত্তর ও দক্ষিণ দিকে ঘুরতে থাকে। এভাবে একবার উত্তর গোলার্ধে একবার দক্ষিণ গোলার্ধে যায়। আর এই আসা যাওয়ার পথে বছরে দুইবার সরাসরি উপরে অবস্থান নিয়ে পবিত্র কাবা শরীফকে ছায়াশূন্য করে দেয়। 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া