adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের উন্নয়নে ৪৫৮ বিলিয়ন টাকা দেবে জাপান

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশকে প্রায় ৪৫৮ বিলিয়ন টাকা (৬০০ বিলিয়ন ইয়েন) আর্থিক সহায়তা দেয়ার প্রতিশ্র“তি দিয়েছে জাপানের প্রধানমন্ত্রী শিনজো। বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য দেশটি বাংলাদেশকে এ অর্থ প্রদান করবে।
সোমবার বিকেলে টোকিওতে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। খবর- বাসস।
এর আগে জাপান সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টোকিওর ইম্পেরিয়াল প্রাসাদে জাপানের সম্রাট আকিহিতোর সঙ্গে সাাত করেন। এ সময় প্রধানমন্ত্রী তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। সকালে শেখ হাসিনা টোকিওর আকাসাকা প্রাসাদে জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের ৯ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন। বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপীয় সম্পর্ক আরো জোরদার হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
সফরকালে প্রধানমন্ত্রী স্বাধীনতার পর থেকে বাংলাদেশের উন্নয়নে জাপানের সহায়তার কথা স্মরণ করে জাপান সরকারকে আরো বিনিয়োগ করার আহ্বান জানান।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া