adv
২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী জেলহাজতে

ডেস্ক রিপোর্ট : সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবিরকে জেলহাজতে পাঠিয়েছেন নওগাঁ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২। সোমবার দুপরে আদালতের বিচারক সোহাগ তালুকদার এ আদেশ দেন।
মামলার সংপ্তি বিবরণে জানা যায়, গত ১৯৯৬ সালের ২ নভেম্বর নওগাঁর রাণীনগর উপজেলার নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানকে মানহানি করা, হুমকি-ধামকি ও সরকারি কাজে বাধা দেয়ায় নির্বাহী অফিসার ততকালীন সংসদ সদস্য আলমগীর কবিরসহ পাঁচজনকে আসামি করে থানায় মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা আলমগীর কবিরসহ চারজনের নামে ১৯৯৭ সালের ১১ অক্টোবর চার্জশিট দেন। অন্য আসামিরা হলেন নজরুল মাস্টার, সানোয়ার হোসেন ও রুহুল আমীন।
তিনি ২০০১-২০০৬ সাল পর্যন্ত গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী ও পরে শিশু ও মহিলা বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এ মামলায় ২০১৪ সালের ১৯ মার্চ তারিখে জামিন বাতিল হলে সোমবার আলমগীর কবির নওগাঁর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ আত্মসমর্পন করে জামিন আবেদন করলে তার জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। পরে তাকে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া