adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আফ্রিকা ও এশিয়ায় তেল শোধনাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করছে ইরান

ইরানের একটি তেল শোধনাগার (ফাইল ফটো)আন্তর্জাতিক ডেস্ক : এশিয়া ও আফ্রিকা মহাদেশে কয়েকটি তেল শোধনাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ন্যাশনাল ইরানিয়ান অয়েল প্রডাক্টস ডিস্ট্রিবিউশন কোম্পানির উপ প্রধান শাহরুখ খোসরাভানি এ কথা জানিয়েছেন। ইরানের মেহর নিউজের সঙ্গে এক সাাৎকারে তিনি এ কথা জানান।
খোসরাভানি জানান, পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরালিওনে একটি শোধনাগার প্রতিষ্ঠার বিষয়ে এরইমধ্যে আলোচনা শুরু হয়েছে। এছাড়া, ইন্দোনেশিয়াসহ এশিয়ার কয়েকটি দেশেও তেল শোধনাগার প্রতিষ্ঠার বিষয়ে ইরানের কয়েকটি বেসরকারি কোম্পানি চিন্তা করছে।
খোসরাভানি জানান, বর্তমানে দেশের বাইরে ইরানের কোনো সক্রিয় তেল শোধনাগার নেই। সিয়েরালিওনের সঙ্গে আন্তরিক আলোচনা হচ্ছে এবং তেল সংক্রান্ত অন্য আরো কয়েকটি প্রকল্প নিয়ে কথা হচ্ছে।
এর আগে, ইরানের তেলজাত পণ্য রপ্তানি ইউনিয়নের প্রধান হাসান খোসরুজেরদি জানিয়েছিলেন, আফ্রিকার ছয়টি দেশের সঙ্গে ছোট আকারের তেল শোধনাগার প্রতিষ্ঠার বিষয়ে সমঝোতা স্মারক সই হয়েছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া