adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘মেসি একবিংশ শতাব্দীর প্রথম প্রতিভা’

 ‘মেসি একবিংশ শতাব্দীর প্রথম প্রতিভা’স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদ ও আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি জর্জ ভালদানো বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে ‘একবিংশ শতাব্দীর প্রথম প্রতিভা’ আখ্যায়িত করলেন। তার মতে এবারের ব্রাজিল বিশ্বকাপে মেসি দেশের হয়ে জ্বলে উঠবেন। বাংলানিউজ
২৬ বছর বয়সী মেসি কাতালানদের হয়ে ছয়বার লা লিগা, তিনবার চ্যাম্পিয়ন্স লিগ এবং কোপা দেল রে’র শিরোপা হাতে তুলেছে। এবার আলজান্দ্রো স্যাবেইয়ার দলের নেতৃত্বে থাকবেন। ভালদানোর বিশ্বাস মেসিই পারবে নিজের দেশকে আবারো বিশ্ব শিরোপা এনে দিতে। ভালদানো বলেন,‘মেসির নেতৃত্বে ২৩ সদস্যের যে দল আছে তারা শিরোপা জিততে ব্যর্থ হবে না। মেসি একবিংশ শতাব্দীর প্রথম প্রতিভা।’
তিনি নিজের দেশ সম্পর্কে বলেন, আর্জেন্টাইনরা নিজেদের বিশ্ব শিরোপা থেকে দূরে সরিয়ে রাখছে কারণ তারা শত বছরের ফুটবলের ধরন ভুলে গেছে। আমি মনে করি আমরা সিজার লুইস মেনোত্তির (কিংবদন্তি কোচ) দল থেকে দূরে সরে এসেছি। উনি আমাদের ফুটবল সংস্কৃতিকে সেরা বানিয়েছিলেন, এখন সেটা আমাদের নিন্দা করছে। ভালদানোর মতে এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার সঙ্গে স্পেন দলটিও শিরোপার দাবিদার।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া