adv
৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আন্তঃনগর ট্রেনে আগুন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ক্যান্টনমেন্ট স্টেশনে আন্তঃনগর কালনী এক্সপ্রেসের খাবারের বগিতে সিলিন্ডার বিস্ফোরণে লাগা আগুন প্রায় পৌনে একঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত ডিউটি অফিসার শাহজাদী সুলতানা জানান, মঙ্গলবার বেলা দেড়টার দিকে ট্রেনটিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট তাতক্ষণিক সেখানে যায়। বেলা সোয়া ২টার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ক্যান্টনমেন্ট থানার ওসি আতিকুর রহমান জানিয়েছেন, সিলেটে থেকে ঢাকাগামী আন্তঃনগর এই ট্রেনের খাবারের বগিতে থাকা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। বগিটি মাঝে ছিল।
এ ঘটনার পর ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে বলেও জানান তিনি।
আগুনে খাবারের বগিসহ দুটি বগি সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়া আরো একটি বগি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। রেলের চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মতিন চৌধুরী জানিয়েছেন, ক্ষতির পরিমাণ তাতক্ষণিকভাবে বলা যাচ্ছে না। তদন্তের পর এ বিষয়ে জানানো হবে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া