adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এখনো ইঁদুর খেয়েই বাঁচতে হয় যেসব ভারতীয়দের

Photo: এখনো ইঁদুর খেয়েই বাঁচতে হয় যেসব ভারতীয়দের<br />
০৫/০৫/২০১৪</p>
<p>আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পার্লামেন্ট নির্বাচনের প্রচারে কান ঝালাপালা নাগরিকদের। ভারতকে পরাশক্তি বানিয়ে দেয়াসহ আরো কত্তো প্রতিশ্রুতি। তবে এ সব কানে যায় না বিহারের দারভাঙা এলাকার কিছু লোকের।গ্রামের জলাবদ্ধ জমিতে খাবারের জন্য অনবরত কিছু একটা খুঁজে বেড়ানো অর্ধ-নগ্ন এসব শিশুর আকাশ ফেঁড়ে ছুঁড়তে থাকা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের দিকে তাকানোর সুযোগ নেই।</p>
<p>এ সব শিশু মুসাহার সম্প্রদায়ভুক্ত। মুসাহার মানে ভুজপুরি’র ইঁদুর খেকো গোষ্ঠী। সামজিকভাবে অবহেলিত এই সম্প্রদায়ের লোকজন ভারতের বর্ণপ্রথার সর্বশেষ শ্রেণীভুক্ত।</p>
<p>এই সম্প্রদায়ের প্রায় আড়াইশ’ পরিবার দারভাঙা জেলার কুবাউল গ্রামে দেড়শ’ বছর ধরে বসবাস করে আসছেন। তাদেরই প্রবীণ একজন মালহু সাদা (৭৪) বলেন, ‘গর্ত থেকে ধরে আনা ইঁদুর এবং আহরিত শস্যই ছিল আমাদের প্রধান খাবার।’</p>
<p>তবে তিনি জানান, ‘অনেক কিছুই বদলে গেছে। পরিবারের কিছু সদস্য বর্তমানে অন্য রাজ্যে গিয়ে কাজ করছে। এখন শস্য সংগ্রহের মওসুমেই আমরা কেবল ইঁদুর ধরে থাকি।’</p>
<p>সরকার এই সম্প্রদায়কে ‘মহা দলিত’ শ্রেণীভুক্ত করে বিভিন্ন প্রকল্পের অধীনে সহযোগিতা দিয়ে আসছে। এরপরেও দারিদ্র্যতা আর পিছিয়ে পড়া অবস্থান থেকে বেরিয়ে আসতে পারেনি তারা।</p>
<p>বৈষম্যের প্রতিবাদে কুবাউল গ্রামের লোকজন এবারের পার্লামেন্ট নির্বাচন বয়কটের সিদ্ধান্ত নিয়েছে।</p>
<p>কুসাম লাল বলেন, ‘পার্শ্ববর্তী সবাই বিদ্যুৎসহ সব ধরনের মৌলিক সুযোগ-সুবিধা পেলেও আমরা এক অমানবিক অবস্থায় দিনাতিপাত করছি। আশপাশে কোনো স্কুল নেই। নিকটবর্তী স্কুলটি দুই কিলোমিটার দূরে।’</p>
<p>তিনি বলেন, ‘স্কুলে যেতে শিশুদের নদী পার হতে হয়। নদীটি সবসময় পানিতে পরিপূর্ণ থাকে। বর্ষাকালে আমাদের গ্রামটি বিচ্ছিন্ন হয়ে যায় এবং আমাদের গ্রামে আসার কোনো রাস্তা থাকে না। তাই আমাদের স্লোগান- রোড নাহি তোহ ভোট নাহি।’</p>
<p>বিহার এবং উত্তর প্রদেশে বসবাসরত এই সম্প্রদায়ের নিজস্ব কোনো ভূমি নেই এবং নেই জীবিক নির্বাহের নিজস্ব কিছুই। কিছু সংখ্যক লোক কেনার সামর্থ্য রাখলেও অধিকাংশই ছোট মাছ, শামুক এমনকি তেলাপোকা খেয়ে জীবন ধারণ করে চলেছেন।আন্তর্জাতিক ডেস্ক ঃ ভারতের পার্লামেন্ট নির্বাচনের প্রচারে কান ঝালাপালা নাগরিকদের। ভারতকে পরাশক্তি বানিয়ে দেয়াসহ আরো কত্তো প্রতিশ্রুতি। তবে এ সব কানে যায় না বিহারের দারভাঙা এলাকার কিছু লোকের।গ্রামের জলাবদ্ধ জমিতে খাবারের জন্য অনবরত কিছু একটা খুঁজে বেড়ানো অর্ধ-নগ্ন এসব শিশুর আকাশ ফেঁড়ে ছুঁড়তে থাকা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের দিকে তাকানোর সুযোগ নেই।
এ সব শিশু মুসাহার সম্প্রদায়ভুক্ত। মুসাহার মানে ভুজপুরি’র ইঁদুর খেকো গোষ্ঠী। সামজিকভাবে অবহেলিত এই সম্প্রদায়ের লোকজন ভারতের বর্ণপ্রথার সর্বশেষ শ্রেণীভুক্ত।
এই সম্প্রদায়ের প্রায় আড়াইশ’ পরিবার দারভাঙা জেলার কুবাউল গ্রামে দেড়শ’ বছর ধরে বসবাস করে আসছেন। তাদেরই প্রবীণ একজন মালহু সাদা (৭৪) বলেন, ‘গর্ত থেকে ধরে আনা ইঁদুর এবং আহরিত শস্যই ছিল আমাদের প্রধান খাবার।’
তবে তিনি জানান, ‘অনেক কিছুই বদলে গেছে। পরিবারের কিছু সদস্য বর্তমানে অন্য রাজ্যে গিয়ে কাজ করছে। এখন শস্য সংগ্রহের মওসুমেই আমরা কেবল ইঁদুর ধরে থাকি।’
সরকার এই সম্প্রদায়কে ‘মহা দলিত’ শ্রেণীভুক্ত করে বিভিন্ন প্রকল্পের অধীনে সহযোগিতা দিয়ে আসছে। এরপরেও দারিদ্র্যতা আর পিছিয়ে পড়া অবস্থান থেকে বেরিয়ে আসতে পারেনি তারা।
বৈষম্যের প্রতিবাদে কুবাউল গ্রামের লোকজন এবারের পার্লামেন্ট নির্বাচন বয়কটের সিদ্ধান্ত নিয়েছে।

কুসাম লাল বলেন, ‘পার্শ্ববর্তী সবাই বিদ্যুৎসহ সব ধরনের মৌলিক সুযোগ-সুবিধা পেলেও আমরা এক অমানবিক অবস্থায় দিনাতিপাত করছি। আশপাশে কোনো স্কুল নেই। নিকটবর্তী স্কুলটি দুই কিলোমিটার দূরে।’
তিনি বলেন, ‘স্কুলে যেতে শিশুদের নদী পার হতে হয়। নদীটি সবসময় পানিতে পরিপূর্ণ থাকে। বর্ষাকালে আমাদের গ্রামটি বিচ্ছিন্ন হয়ে যায় এবং আমাদের গ্রামে আসার কোনো রাস্তা থাকে না। তাই আমাদের স্লোগান- রোড নাহি তোহ ভোট নাহি।’
বিহার এবং উত্তর প্রদেশে বসবাসরত এই সম্প্রদায়ের নিজস্ব কোনো ভূমি নেই এবং নেই জীবিক নির্বাহের নিজস্ব কিছুই। কিছু সংখ্যক লোক কেনার সামর্থ্য রাখলেও অধিকাংশই ছোট মাছ, শামুক এমনকি তেলাপোকা খেয়ে জীবন ধারণ করে চলেছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া