adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় পার্টির সাংসদ কাজী ফিরোজ রশীদ কানাডাসহ তিন দেশে দুদকের অফিস চান

ডেস্ক রিপাের্ট : দেশ থেকে প্রতি বছর বিপুল অর্থ পাচার হচ্ছে জাতীয় সংসদে এমন অভিযোগ করে কে কত টাকা পাচার করছে তা জানতে কানাডা-মালয়েশিয়া ও অস্রেংসলিয়ায় দুদকের অফিস খোলার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির সাংসদ কাজী ফিরোজ রশীদ।

সোমবার জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনায় তিনি এমন দাবি করেন।

কাজী ফিরোজ রশীদ বলেন, এক ব্যাংকের পরিচালক আরেক ব্যাংক থেকে টাকা নিয়ে যাচ্ছেন। হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে। হুন্ডির মাধ্যমেও তারা বিদেশে টাকা পাঠাচ্ছেন। আদালত একটি তালিকা চেয়েছিলেন কারা বিদেশে বাড়ি বানিয়েছেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) এখনো তা দিতে পারেনি।

কানাডা, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া—এসব দেশে দুদকের একটি করে অফিস খোলার দাবি জানিয়ে কাজী ফিরোজ রশীদ বলেন, ‘তাহলেই দেখা যাবে কে কত টাকা নিয়েছে। পি কে হালদার এত টাকা নিল! নয় মিনিটের জন্য পি কে হালদারকে ধরতে পারেননি। তাহলে কেন নয় ঘণ্টা আগে ধরলেন না?’

স্বাস্থ্যখাতে অনিয়ম-দুর্নীতি এবং গণমাধ্যমকর্মীদের নাজেহাল করার অভিযোগ তুলে জাতীয় পার্টির এই সংসদ সদস্য বলেন, ‘আমাদের অক্সিজেন নেই, অক্সিজেন প্লান্ট জেনারেট করতে হবে।’

আর সম্প্রতি সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে হেনস্তার প্রসঙ্গ তুলে তিনি বলেন, কোনো সাংবাদিক সে যদি চুরি-ডাকাতি করে, সাংবাদিককে গ্রেপ্তার করতে পারেন, তাকে পুলিশে দেবেন—এটাই নিয়ম। আইন নিজের হাতে কেন তুলে নেবেন? আপনিতো সচিবালয়ের বড় কর্মকর্তা। আপনি কেন নিজের হাতে আইন তুলে নিলেন? আপনি সাংবাদিককে নাস্তানাবুদ করলেন কেন? ছয় ঘণ্টা তাকে টয়লেটে যেতে দেননি। একজন অসুস্থ মানুষ। তাও নারী। তাকে এভাবে হেনস্তা করলেন। এ নিয়ে জাতিসংঘ কথা বললো। সারাবিশ্ব কথা বললো। আমাদের মুখটা কোথায় রইল?

স্বাস্থ্যমন্ত্রীর উদ্দেশে ফিরোজ রশীদ বলেন, ‘নিজেদের দুর্বলতা নিজেদের ঢাকতে হয়। ওখানে যদি তার কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দিতেন, যে আপনি আর জীবনে কখনো সচিবালয় ঢুকতে পারবেন না, এটা পৃথিবীর আর কেউ জানতো না। এটা না করে আপনারা এমনভাবে জাহির করলেন, এখন আপনাদের যত যা আছে দুর্বলতা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। সামনে আমরা মহাবিপদ দেখছি। এভাবে বিপদ থেকে কীভাবে রক্ষা পাবো, এখন থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া