adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আফগানিস্তানে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২১০০

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২১শ হয়েছে বলে জানা গেছে। এর আগে বিবিসির খবরে সাড়ে তিনশ  নিহত হয়েছে বলে জানান হয়েছিল।। এ ঘটনায় নিখোঁজ হয়েছেন আরো হাজার হাজার মানুষ। জাতিসংঘ এবং স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে শুক্রবার সংবাদ সংস্থা বিবিসি এ খবর জানিয়েছে।
শনিবার আফগানিস্তানের এক সরকারি কর্মকর্তা বাদাখশান প্রদেশে ভূমিধসে ২১ শ মানুষ নিহও হওয়ার খবর নিশ্চিত করেছেন। প্রদেশের গভর্ণরের মুখপাত্র নাইদ ফরোতান বলেন, তিনশটি পরিবারের ২১শয়েরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।’ এছাড়া আরো চার হাজারের বেশি মানুষ ঘর-বাড়ি হারিয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে।
শুক্রবার দুর্গম বাদাখশান প্রদেশে প্রবল বৃষ্টির পর পাহাড়ের বেশ কিছু অংশ একটি গ্রামের ওপর ধসে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। ইতিমধ্যে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং ধ্বংসস্তূপে আটকে পড়া জীবিতদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বাদাখশান প্রদেশের পুলিশ কমিশনার ফাজলুদেন আয়াজ বিবিসিকে বলেছেন, ভূমিধসে হারগু গ্রামের ২১৫টি পরিবারের শত শত ঘর-বাড়ি কাঁদা ও পাথরের নিচে চাপা পড়েছে।
সম্প্রতি আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যায় দেড়শ মানুষ মারা যাওয়ার পর ফের প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ল দেশটি। শুক্রবার আফগানিস্তানের জাতিসংঘ মিশন এক বিবৃতিতে জানিয়েছিল, ভূমিধসে ৩৫০ জন নিহত হয়েছেন এবং ঘর-বাড়ি হারিয়েছেন আরো বহু মানুষ। ধংসস্তূপে আটকে পড়াদের উদ্ধার কাজে সহায়তা করছে জাতিসংঘ মিশন।
এদিকে আফগানিস্তানের স্থানীয় কর্মকর্তারা বলছেন, ভূমিধসে দু হাজারের বেশি মানুষ এখনো নিঁখোজ রয়েছেন। এছাড়া প্রায় এক হাজারের মতো ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। উদ্ধারকারীরা বলছেন মাটি খুড়ে আটকে পড়া মানুষদের উদ্ধারে পর্যাপ্ত খননযন্ত্র সেখানে নেই।
বাদাখশান প্রদেশের পুলিশ প্রধান ফজিলুদ্দিন হায়ার বলছেন, তারা এখন ভূমিধসের কারণে বেঁচে থাকা বাস্তুচ্যুত মানুষের দিকেই মনোযোগ দিচ্ছেন। তিনি বলেন,‘যারা ধসের কারণে চাপা পড়ে আছেন বা নিহত হয়েছেন তাদের উদ্ধার করার উপায় নেই এখন। তাই এখন যারা বেঁচে আছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন আমারা তাদেরকেই  সাহায্য করছি।’
কাবুল থেকে বিবিসির সংবাদদাতা জানাচ্ছেন আফগানিস্তানের ওই অঞ্চলটি সারা বিশ্বের দরিদ্রতম এলাকাগুলোর একটি। দুর্গম বলে য়তির বিবরণ পেতে এক সপ্তাহ লেগে যেতে পারে।
বিবিসি প্রতিনিধি আরো জানিয়েছেন, বাদাখশান অঞ্চলে এখনও বৃষ্টি হচ্ছে এবং সেখানো আরো ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া