adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কারাগারে মেডিকেল টিম, তদন্ত কমিটি গঠন

ডেস্ক রিপোর্ট : পহেলা বৈশাখ উপলে উন্নত মানের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়া জেলা কারাগারের বন্দীদের চিকিৎসাসেবা দিচ্ছে একটি মেডিকেল টিম। এছাড়া বন্দীদের অসুস্থতার খবর পেয়ে যশোর থেকে বাগেরহাট কারাগারে ছুটে এসেছেন ডিআইজি (প্রিজন) একেএম ফজলুল হক।
মঙ্গলবার বিকেলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মাহমুদুর রহমানকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মুহম্মদ শুকুর আলী।
এর আগে রাতে কারাগারে খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ৩৫ হাজতি ও কয়েদি অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে ১৯ কয়েদিকে সকালে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।
দুপুরে কারাগারের অভ্যন্তরে একটি মেডিকেল টিম ঢুকে অসুস্থদের চিকিৎসা সেবা দেয়া শুরু করেছেন। টিমের সদস্যরা জানান, তারা কারাভ্যন্তরে ৪৫ জন বন্দীকে চিকিৎসা দিয়েছেন। এদিকে, স্থান সংকুলান না হওয়ায়  ডায়রিয়া ওয়ার্ডে চিকিৎসাধীন শিশুসহ অন্য রোগীদের হাসপাতাল কর্তৃপ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন।
বন্দীদের অসুস্থ হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর তাদের স্বজনেরা হাসপাতাল ও কারাগারের সামনে ভিড় করছে। 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া