adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিউ জিল্যান্ডে বাংলাদেশের সর্বোচ্চ রান

S S Sক্রীড়া প্রতিবেদক : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। আজ এক অবিস্মরণীয় দিন। বাংলাদেশর ক্রিকেটীয় ইতিহাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই রিপাের্ট লেখা পর্যন্ত সর্বাধিক ৪৪৫ রান করেছে চার উইকেটের বিনিময়ে।

সাকিবের ক্যারিয়ার সেরা
নিল ওয়াগনারকে চার হাঁকিয়ে সাকিব আল হাসান পেছনে ফেলেন টেস্টে তার সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসকে। ২০১১ সালে পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টের ১৪৪ ছিল তার আগের সেরা। ১০৭ ওভার শেষে তার রান ১৪৯।

সামনে কেবল গলের ৬৩৮
 
দেশের বাইরে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ গড়েছে বাংলাদেশ। নিল ওয়াগনারের বলে মুশফিকুর রহিমের চারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০০৪ সালে সেন্ট লুসিয়ায় করা ৪১৬ রানকে ছাড়িয়ে যায় তারা।
 
দেশের বাইরে বাংলাদেশের সর্বোচ্চ শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৩ সালে গলে করা ৬৩৮ রান।

সাকিব-মুশফিক জুটির আড়াইশ’
 
১৬০ রানে প্রথম চার ব্যাটসম্যানকে হারানো বাংলাদেশকে এগিয়ে নেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে এই দুই জনে গড়েন আড়াইশ’ রানের জুটি। 
 
৩৬০ বলে আসে সাকিব-মুশফিকের ২৫০। এই রানে সাকিবের অবদান ১২৫, মুশফিকের ১২১। টেস্টে বাংলাদেশের এর চেয়ে বড় জুটি আছে আর মাত্র দুটি।

নিউ জিল্যান্ডের মাটিতে বাংলাদেশের সর্বোচ্চ 
 
সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের ব্যাটে নিউ জিল্যান্ডের মাটিতে নিজেদের সর্বোচ্চ রানের সংগ্রহ গড়েছে বাংলাদেশ। হ্যামিল্টনে ২০১০ সালে করা ৪০৮ রান ছাড়িয়ে সংগ্রহ আরও বিশাল করার পথে আছে অতিথিরা।

বাংলাদেশের চারশ’ পার
 
নিল ওয়াগনারের বলে সাকিব আল হাসানের চারে চারশ’ পার হয় বাংলাদেশের সংগ্রহ। নিউ জিল্যান্ডে এর আগে একবারই চারশ’ রান করে তারা। ২০১০ সালে হ্যামিল্টনে করা সেই ৪০৮ রান ছাড়িয়ে যাওয়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ। 
 
১০৩ ওভার শেষে মুশফিকদের স্কোর ৪০৭/৪।

দুর্দান্ত এক সেশন!
 
চলতি টেস্টে এই প্রথম কোনো সেশনে উইকেট হারাল না বাংলাদেশ। লাঞ্চ থেকে টি-ব্রেক পর্যন্ত ১২২ রান তুলেছেন করছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। দুই জনই পেয়েছেন নিজেদের চতুর্থ শতক। 
 
চা-বিরতিতে যাওয়ার সময় বাংলাদেশের সংগ্রহ ৩৯১/৪। সাকিব ১২৬ ও মুশফিক ১১২ রানে অপরাজিত। 
 
এর আগে দিনের প্রথম সেশনে মুমিনুল হকের উইকেট হারিয়ে ১১৫ রান যোগ করে বাংলাদেশ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া