adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

উন্নতি আ’লীগ পরিবারে দেশের নয় : খালেদা

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, এ সরকার কথায় কথায় বলে দেশের উন্নতি নাকি করেছে। দেশের উন্নতি কী হয়েছে? উন্নতি হয়েছে ঢেঁকি! উন্নতি হয়েছে আওয়ামী লীগ পরিবারের। সব টাকা লুটপাট করে তারা বিদেশে পাচার করেছে।শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব চত্বরে বাংলাদেশে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের(বিএফইউজে) দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশন-২০১৪’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সাবেক এ প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে আজ গণতন্ত্র মৃত। দেশে কোনো সরকার নেই, দেশে এখন অবৈধ সরকার। এ সরকার অন্যায়ভাবে ক্ষমতায় এসেছে, মানুষের উপর অত্যাচার-জুলুম চালাচ্ছে।তিনি বলেন, সারাদেশের বিভিন্ন জায়গা থেকে আসা সাংবাদিকদের বক্তব্য থেকে  বোঝা যায়,  দেশে এখন কী অবস্থা। সংবাদ প্রকাশ যাদের পেশা, সেই সাংবাদিকদের ২৩ জনকে এই সরকার হত্যা করেছে। কোনো  পেশার মানুষ এই সরকারের কাছে নিরাপদ নয়। তাই জনগণের সরকার প্রতিষ্ঠা আজ জরুরি।সাবেক বিরোধীদল নেতা খালেদা জিয়া বলেন, আজ নামে মাত্র বাংলাদেশ। পরিচালিত হচ্ছে অন্যদেশের দ্বারা। অনেক বিদেশী  দেশে কাজ করছেন। একবার পারমিট নিয়ে অনেক দিন ধরে কাজ করে চলেছেন।তিনি বলেন, এই আওয়ামী লীগ মুখে মুখেই মুক্তিযুদ্ধের কথা বলেন। তারা মুক্তিযুদ্ধ ও রণাঙ্গণ দেখেনি।মুক্তিযোদ্ধা দলের সমাবেশের কথা তুলে ধরে খালেদা বলেন, সেদিন যারা সেখানে অংশ নিয়েছেন তারাই সত্যিকারের মুক্তিযোদ্ধা। আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা নেই, তারা শরর্ণার্থী মুক্তিযোদ্ধা।তিনি বলেন, কথায় কথায় তারা রাজাকারের কথা বলেন। নিজেদের দলে রাজাকার রেখেছেন। এতদিন যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনিও ছিলেন রাজাকার। প্রধানমন্ত্রীর উপদেষ্টামহলেও বিতর্কিত  লোক রয়েছেন বলে ইঙ্গিত করেন খালেদা জিয়া। তিনি সিনিয়র সাংবাদিক ও কলামিস্টদের উদ্দেশ্যে বলেন, আপনাদের মুক্তিযুদ্ধের ইতিহাস লিখতে হবে। নইলে নতুন প্রজন্ম জানতে পারবে না। কারণ এ সরকার গায়ের জোরে ক্ষমতায় বসে আছে।সংগঠনের একাংশের সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাব সভাপতি কামাল উদ্দিন সবুজ, ডিইউজে’র সভাপতি আবদুল হাই শিকদার, আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব এম আবদুল্লাহ প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া