adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গাড়ি খুঁজে নেবে পার্কিংয়ের ফাঁকা স্থান

আন্তর্জাতিক ডেস্ক : ব্যস্ত শহরে ঢুকেছেন। রাস্তার ধারে বা কোথাও গাড়ি পার্কিং করবেন ভাবছেন। কিন্তু সামনে-পিছনে কোনো জায়গা ফাঁকা দেখতে পাচ্ছেন না। কী করবেন?  এ নিয়ে আপনাকে ভাবতে হবে না, এটা গাড়ির ওপর ছেড়ে দিন। গাড়ির স্থান গাড়িই খুঁজে নেবে।
শুনতে অবিশ্বাস্য মনে হলেও প্রযুক্তির বিশ্বে এ ভাবনা বাস্তব রূপ পেতে যাচ্ছে। আশার এ বাণী শুনিয়েছেন গাড়ি পার্কিং উন্নয়ন বিষয়ক প্রতিষ্ঠান স্ট্রিটলাইন ইনকরপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিয়া ইউসুফ।
স্ট্রিটলাইন এমন সেন্সরের কথা বলছে, যার সহায়তাই গাড়িই রাস্তার সঙ্গে কথা বলবে পার্কিংয়ের ফাঁকা স্থান খুঁজতে! গাড়িই আপনার মোবাইলে বার্তা দিয়ে জানাবে কোথায় পার্কিংয়ের পর্যাপ্ত ফাঁকা স্থান রয়েছে।
গাড়ি পার্কিং নিয়ে ওয়াশিংটন ডিসিভিত্তিক অ্যাসপেন ইনস্টিটিউটের ‘অ্যাসপেন আইডিয়াস ফেস্টিভ্যাল’ এ নিজের প্রতিষ্ঠানের এমন চিন্তাভাবনা জিয়া ইউসুফ তুলে ধরেছেন বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। 
বলা হচ্ছে, স্ট্রিটলাইনের প্রযুক্তিতে নিয়ন্ত্রিত হবে যানবাহন ব্যবস্থা, কমাবে যানজট আর সাশ্রয় করবে পার্কিং খোঁজার সময়।
তবে কবে নাগাদ এ প্রযুক্তির ব্যবহার মানুষ দেখবে সে বিষয়ে বিস্তারিত বলা হয়নি প্রতিবেদনে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া