adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকায় আসছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :বাংলাদেশ সফরে ঢাকায় আসছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা। দুদিনের সফরে আগামী ২১ মার্চ রাতে ঢাকা পৌঁছাবেন তিনি। দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিই তার এ সফরের উদ্দেশ্য।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, আলোচনায় ঢাকা-টোকিও কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি এদেশে জাপানের বিনিয়োগ আরো বাড়ানোর প্রস্তাব দেবে বাংলাদেশ। তাছাড়া দেশটির সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির প্রস্তাবও রাখা হবে। এ চুক্তির ফলে বাংলাদেশি পণ্য জাপানে শুল্কমুক্ত প্রবেশের সুযোগ পাবে।সফরে ফুমিও কিশিদা পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া প্রধানমন্ত্রী  শেখ হাসিনার সঙ্গেও সৌজন্য সাক্ষাত করবেন তিনি।জাপানের পররাষ্ট্র মন্ত্রী জাইকার কয়েকটি প্রকল্পও পরিদর্শন করতে পারেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।ফুমিও কিশিদা শুক্রবার রাত ৮টায় ড্রাগন এয়ার যোগে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে  পৌঁছাবেন। পরদিন শনিবার রাতেই ফিরে যাবেন তিনি।বর্তমান সরকার টানা দ্বিতীয়বার ক্ষমতা গ্রহণের পর পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ বৃদ্ধির উদ্যোগ নেয়। এরই ধারাবাহিকতায় জাপানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন।বর্তমানে বাংলাদেশে জাপানের ১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ রয়েছে। দুদেশের মধ্যকার বাণিজ্যিক বিনিয়োগ ২ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে বাংলাদেশের বাণিজ্যের পরিমাণ ৭শ মিলিয়ন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া