adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহার করুন : ইব্রাহিম ও মামুন

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি বিদ্যুতের যে মূল্য বাড়ানো হয়েছে, তা দ্রুত প্রত্যাহার চান নিউইয়র্ক প্রবাসী ইব্রাহিম চৌধুরী ও ঢাকার বিদ্যুৎ গ্রাহক আল মামুন হাওলাদার।বুধবার নাগরিক মন্তব্যে অংশ নিয়ে এ মন্তব্য করেন তারা। প্রয়োজনে বিদ্যুৎ খাতে ভর্তুকি দিয়ে হলেও এই মূল্য সমন্বয় এবং দরিদ্র, নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্তদের জন্য সহনীয় রাখার দাবি জানান তারা।ই- মেইল বার্তায় ইব্রাহিম চৌধুরী মন্তব্য করেন, এ পদক্ষেপটা সঠিক হচ্ছে না। দেশের অধিকাংশ মানুষ দরিদ্র বা নিম্ন মধ্যবিত্ত। এভাবে বিদ্যুতের মূল্য বৃদ্ধি সাধারণ জনগণের ওপর অত্যাচারের সামিল।বিদ্যুতের দাম বাড়ানো একেবারেই ঠিক হয়নি বলে মনে করেন আল মামুন হাওলাদারও। তার আক্ষেপ, এমনিতেই অনেক বিদ্যুতির বিল দিতে হচ্ছে। এখন আবার বাড়ানো হলো। আমরা যারা নিম্নআয়ের মানুষ তার কিভাবে চলবো? সরকার এ মুহূর্তে বিদ্যুতের দাম কেন বাড়ালো আমরা বুঝি না। সরকারের উচিত, এ বর্ধিত দাম প্রত্যাহার করা।তবে ইব্রাহিম দাবি করেন, দাম বাড়াতে হলে বাণিজ্যিক গ্রাহকদের জন্য বাড়ানো  হোক।গত ১৩ মার্চ বিদ্যুতের মূল্য গড়ে ৬.৯৬ শতাংশ বাড়িয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানিয়েছে, এ মূল্যবৃদ্ধি ১ মার্চ  থেকেই কার্যকর হবে। দাম বৃদ্ধির ফলে ইউনিট প্রতি বিদ্যুতের গড় খুচরা মূল্য ৫.৭৫ টাকা থেকে ৪০ পয়সা বেড়ে ৬.১৫ টাকা হবে।তবে কৃষিসেচ ও ন্যূনতম ব্যবহারকারীদের দাম বাড়ানো হয়নি। নূন্যতম ব্যবহার সীমা (লাইফ লাইন) ৭৫ ইউনিট থেকে কমিয়ে ৫০ ইউনিট করা হয়েছে। সকল কোম্পানির বিদ্যমান নূন্যতম চার্জ, সার্ভিস চার্জ, ডিমান্ড চার্জ এবং বিলম্ব চার্জও অপরিবর্তিত থাকবে।এর আগে ৩ দিনের টানা গণশুনানিতে  ভোক্তা-গ্রাহকসহ বিভিন্ন  শ্রেণী-পেশার মানুষ ও রাজনৈতিক দল ও সংগঠনগুলো দাম না বাড়ানোর দাবি জানালেও মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেয় বিইআরসি। এমনকি সরকারের ইতিপূর্বেকার প্রতিশ্রুতি মেনে দাম কমানোরও প্রস্তাব উঠে আসে গণশুনানিতে। এক্ষেত্রেও বিদ্যুৎ খাতে ভর্তুকি দেওয়ার অনুরোধ আসে সাধারণ মানুষের মাঝ থেকে।সরকারের নতুন মূল্যবৃদ্ধির তালিকা অনুসারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) গ্রাহকদের বিদ্যুতের মূল্য ৭.১৭ শতাংশ, ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) ৭.১৪ শতাংশ, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) ৭.৬৯ শতাংশ, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) ৭.৩৪ শতাংশ এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) গ্রাহকদের বিদ্যুতের মূল্য ৫.৪১ শতাংশ বাড়ছে। ফলে গড় মূল্যবৃদ্ধি দাঁড়িয়েছে ৬.৯৬ শতাংশ।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া