adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হাসিনার আসনে বিদ্রোহী, আশরাফেরটায় বিএনপি নেতার জয়

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের নির্বাচনী এলাকার দুই উপজেলায় ক্ষমতাসীন দল সমর্থিত প্রার্থীরা চেয়ারম্যান পদে জিততে পারেননি।
শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দেশের ৮১ উপজেলায় ভোট হয়। রাতে ফল ঘোষণার পর দেখা যায়, ওই দুই উপজেলার একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এবং অন্যটিতে বিএনপি সমর্থিত প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
শেখ হাসিনার নির্বাচনী এলাকা গোপালগঞ্জের টুঙ্গীপাড়া উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. সোলায়মান বিশ্বাসকে ১৯ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হয়েছেন দলের বিদ্রোহী প্রার্থী গাজী গোলাম মোস্তফা।
গাজী গোলাম মোস্তফা গাজী গোলাম মোস্তফা মো. শরীফুল ইসলাম মো. শরীফুল ইসলাম এদিকে সৈয়দ আশরাফের নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ সদর উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত সৈয়দ আশফাকুল ইসলামকে হারিয়ে বিএনপি সমর্থিত প্রার্থী মো. শরীফুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
শরীফুল পেয়েছেন ৬১ হাজার ৭৯৪ ভোট। আর সৈয়দ আশফাকুল ৪৭ হাজার ৯৭৮ ভোট পেয়েছেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া